ইতিমধ্যে স্টার জলসায় রমরমিয়ে চলছে ‘চিরসখা’ ধারাবাহিক। দেখতে দেখতে ১০০ পর্ব পার করে ফেলেছে এই মেগা। সঙ্গে আবার টিআরপিতেও বেশ ভালোই ফল করছে। তবে হামেশাই স্বতন্ত্র অর্থাৎ নতুন আর কমলিনীর সম্পর্ক নিয়ে ট্রোল চলে সোশ্যাল মিডিয়তে। সঙ্গে আরেকটা যে জিনিস নিয়ে চর্চা হয়, সেটা হল রাজা গোস্বামী আর অপরাজিতা ঘোষ দাসের মা-ছেলে হওয়া। কারণ কিছু বছর আগেই, দুজনে স্বামী আর স্ত্রী হিসেবে কাজ করেছিলেন জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে।
৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
‘কোজাগরী’ ধারাবাহিকের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে বিজয়ার দিনের একটি প্রোমো। বাড়ির সবাই একসঙ্গে সিঁদুর খেলছে। আর আড়ালে জমেছে ঝুমুর আর সাহেবের রোম্যান্স। সাহেব ঝুমুরের গালে সিঁদুর মাখাতে চাইলেই, সে মুখ ঘুরিয়ে নিয়ে বলছে ‘আদিখ্যাতা না! উজবুক কোথাকার’। বলেই ঝুমুর বরের গালে লাগিয়ে দেয় সিঁদুর। আর ছুট্টে চলে যায়। হাসি ফোটে বাদশার মুখে।
আরও পড়ুন: ‘প্রেম রয়েছে, তবে…’! ২য় বিয়ের কথা ভাবছেন জয়া আহসান? প্রেমিক নিয়ে কী বললেন বাংলাদেশের নায়িকা
দেখুন সেই ভিডিয়োটি-
এর আগে রাজাকে এই স্বামী-স্ত্রী থেকে মা-ছেলে হওয়া নিয়ে প্রশ্ন করা হলে, জবাব এসেছিল যে, ‘আমরা তো অভিনেতা, কোনও গল্পে আমি একজনের প্রিয় বন্ধু। হয়ত অন্য গল্পে সে আমাকে খুন করছে। এটাই তো চরিত্র হয়ে ওঠা। আমরা কোজাগরীতে হিরো-হিরোইন ছিলাম, দর্শক ভালোবাসা দিয়েছিল। ওটা বিশাল সফল একটা প্রোজেক্ট ছিল, আমরা চরিত্রগুলোর সঙ্গে সুবিচার করেছিলাম। আমার বিশ্বাস মা-ছেলে হিসাবেও আমরা একইরকম সুবিচার করব’।
চিরসখা ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলে হলেন বাবিল ওরফে রাজা। একাধিক রিপোর্ট অনুসারে, রাজার জন্ম ১৯৮৭ সালে। অর্থাৎ তাঁর বয়স ৩৮ বছরের আশেপাশে। অন্য দিকে, অপরাজিতার জন্ম ১৯৮৩ সালে। তাঁর বয়স বর্তমানে ৪১। অর্থাৎ দুজনের বয়সের ফারাক মাত্র ৩ বছরের।