
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিউড তোলপাড় শ্যুটিং বন্ধ হওয়া নিয়ে। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের ঝামেলায় সোমবার থেকে কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সেই উত্তপ্ত আবহেই রবিবার রাতে অনুষ্ঠিত হল টলি সিনেমা সম্মান। যাতে হাজির হয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকা।
সামাজিক মাধ্যমে অ্যাওয়ার্ড নাইটের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন তারকারা। এদিন উপস্থিত ছিলেন মানসী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক তারকা।
আরও পড়ুন: মাথায় সিঁদুর, সিমন্তনী সোহিনী বিয়ের পর প্রথম এল সামনে, খোলেননি হাতের শাঁখা-পলা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, ‘ধন্যবাদ টলি সিনে সম্মান অ্যাওয়ার্ড আমাকে অনুরাগের ছোঁয়ার জন্য সেরা অভিনেতার সম্মান দেওয়াতে। এটা একটা ডবল বোনাঞ্জা ছিল, কারণ আমাদের প্রিয় পরিচালক, ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুপম হরিকেও সেরা পরিচালকের সম্মান দেওয়া হয়।’ সুরিন্দর ফিল্মস প্রযোজনা সংস্থার তরফেও, তাঁদের সিনেমাগুলি, যা রবিবার অ্যাওয়ার্ড পেয়েছে, তার একটি তালিকা আনা হয়েছে সামনে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে 'দ্য লাস্ট সাপার' প্যারোডি ট্যাবলোর জন্য ক্ষমা চাইল আয়োজকরা
তবে রবিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া গেল না। আপাতত টলিউডের উত্তপ্ত আবহে হয়তো আসতে পারেননি সম্মান নিতে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বাংলাদেশে শ্যুটিং করতে যাওয়া নিয়ে, গত সপ্তাহ থেকেই বাড়ছিল অসন্তোষ। প্রথমে ডিরেক্টরস গিল্ড ৩ মাসের জন্য ব্যান করে রাহুলকে। কিন্তু পরে তা সকলের যৌথ সিদ্ধান্তে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেই বেঁকে বসে ফেডারেশন। জানিয়ে দেওয়া হয় রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে এলে কোনও টেকনিশিয়ান কাজ করবে না। এরপর পরিচালক-প্রযোজকরা যৌথ সিদ্ধান্ত নিয়েছেন, রাহুলই হবেন পরিচালক।
প্রসঙ্গত, রাহুলের সিনেমাতেই কাজ করার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য। পুজোর ছবি এটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports