বিতর্ক বাড়তেই প্যারিস অলিম্পিক ২০২৪-এর আয়োজকরা রবিবার ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান গোষ্ঠীর কাছে ক্ষমা চেয়েছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাগ কুইন থিমে প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। যার থিম ছিল ‘দ্য লাস্ট সাপার’। যিশুখ্রিষ্টের শেষ ভোজ নিয়ে এই ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তার ভিত্তিতেই অলিম্পিকে ওই প্যারোডি উপস্থাপিত করা হয়।
২০২৪ অলিম্পিক গেমসের কমিউনিকেশন ম্যানেজার অ্যান ডেসক্যাম্পস সাংবাদিকদের বলেন, ‘স্পষ্টতই কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্য কখনোই ছিল না। (উদ্বোধনী অনুষ্ঠান) কমিউনিটি সহিষ্ণুতা উদযাপনের চেষ্টা করেছে।’
যিশু ও তাঁর বারোজন শিষ্যের নৈশভোজের ছবি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি, যা দ্য় লাস্ট সাপার নামে বিখ্যাত। গ্রিক দেবতা ডায়োনিসাসের ভূমিকায় দেখা গিয়েছে ড্র্যাগ কুইনকে, যিনি একজন ট্রান্সজেন্ডার মডেল ও একজন নগ্ন গায়িকা বলে জানিয়েছে রয়টার্স। অনুষ্ঠান নিয়ে নিমেষে বিতর্ক ও নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। খ্রিস্ট ধর্মের অপমান করেছে অলিম্পিক কমিটি, এই অভিযোগ তোলপাড় নেটপাড়া।
মুখপাত্র ডেসক্যাম্প বলেন, ‘মানুষের মনে যদি এই নিয়ে কোনও খারাপ লাগা তৈরি হয়ে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এর আগে, শোয়ের শৈল্পিক পরিচালক টমাস জলি বলেছিলেন যে, নাশকতামূলক, উপহাস বা শক দেওয়া তাঁর ইচ্ছা ছিল না, বিভাজনের কোনও এজেন্ডা ছাড়াই চেয়েছিলেন ভালবাসা এবং অন্তর্ভুক্তির বার্তা প্রেরণ করা।
ফরাসি ক্যাথলিক চার্চের বিশপদের সম্মেলন এই পারফরম্যান্সকে ‘খ্রিস্টধর্মের উপহাসের দৃশ্য’ হিসাবে বর্ণনা করেছে। তাঁরা আরও যোগ করেছেন যে, তাঁদের সমবেদনা সেই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে রয়েছে যারা চিত্রায়নের নির্দিষ্ট দৃশ্যে আঘাত পেয়েছেন। মার্কিন ধনকুবের ও এক্স-এর মালিক ইলন মাস্ক এই ট্যাবলোকে 'খ্রিস্টানদের জন্য অত্যন্ত অসম্মানজনক' বলে অভিহিত করেছেন।
ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাত্তেও সালভিনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ উদ্বোধনী অনুষ্ঠানের নিন্দা জানিয়েছেন। তিনি লেখেন, ‘প্রিয় ফরাসি জনগণ, বিশ্বের কোটি কোটি খ্রিস্টানকে অপমান করে অলিম্পিক উদ্বোধন করা সত্যিই একটি বাজে সূচনা ছিল।’
ভারতের মান্ডি-র বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও সুর চড়িয়েছেন এই নিয়ে। ‘দ্য লাস্ট সাপার-এর আদলে তৈরি উপস্থাপনায় মাত্রাতিরিক্ত যৌনতা মাখানো হয়েছে, এই নিন্দনীয় অনুষ্ঠানে এক শিশুকে অন্তর্ভূক্ত করে প্যারিস অলিম্পিক তোপের মুখে পড়েছে। পারফরম্যান্স চলাকালীন ড্র্যাগ কুইনদের সাথে একটি শিশুকে যোগ দিতে দেখা যায়। এক নগ্ন ব্যক্তিকে নীল রঙ মাখিয়ে যিশু হিসাবে উপস্থাপিত করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মকে উপহাস করেছে। ২০২৪ সালের অলিম্পিককে পুরোপুরি হাইজ্যাক করে দিয়েছে বামেরা। লজ্জা লাগে’, লিখেছিলেন অভিনেত্রী।