'পুলিশ কি জাদুকর না ভগবান।' বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশকে অনেকটাই স্বস্তি দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রিপোর্ট। বরং তাঁদের আঙুল সরাসরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকেই। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, প্রাথমিক তদন্তে প্রমাণিত গত ৪ জুন বেঙ্গালুরুতে যে বিশাল জনসমাবেশ হয়েছিল, তার জন্য দায়িত্ব বর্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর।
ট্রাইব্যুনাল জানিয়েছে, 'সেদিন ৩ থেকে ৫ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন বেঙ্গালুরু শহরে। আর তার জন্য পুরোপুরি দায়ী আরসিবি। কারণ আরসিবি যথাযথ অনুমতি কিংবা সম্মতি নেয়নি পুলিশের কাছ থেকে। হঠাৎ করে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, বিজয় উৎসবে কথা। ফলে কোনও প্রস্তুতি নেওয়ার আগেই জনতা ভিড় করতে শুরু করে।' একইসঙ্গে ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছে, আরসিবি-র শেষ মুহূর্তের বিজয় উৎসব পালনের ঘোষণাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাইব্যুনালের। এই ঘটনাকে আপত্তিজনক বলে উল্লেখ করেছে ক্যাট। তাদের মতে, পুলিশের পক্ষে কোনওমতেই ১২ ঘণ্টার মধ্যে আইনবিধি মোতাবেক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা সম্ভবপর ছিল না। পুলিশ কি জাদুকর না ভগবান।তাঁদের হাতে আলাদিনের প্রদীপ নেই, যা ইচ্ছে তাই সেকেন্ডের মধ্যে করে ফেলা যাবে। প্রদীপে আঙুল ঘষলেই যা করা যেত, এমন ক্ষমতাও পুলিশের নেই। নিরাপত্তার ব্যবস্থা করার মতো সময় হাতে ছিল না পুলিশের।
আরও পড়ুন-মেঘালয়ে ফের নৃশংস হত্যাকাণ্ড! বাবার সামনে প্রেমিকার গলা কেটে খুন যুবকের
অন্যদিকে, বেঙ্গালুরুর আইপিএস অফিসার বিকাশ কুমারের সাসপেনশন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ক্যাট। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও ৫০ জনের জখম হওয়ার ঘটনায় কর্ণাটক সরকার ওই আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছিল। ঘটনার সময় বিকাশ কুমার বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সূত্রের খবর, ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে কর্ণাটক সরকার।
আরও পড়ুন-মেঘালয়ে ফের নৃশংস হত্যাকাণ্ড! বাবার সামনে প্রেমিকার গলা কেটে খুন যুবকের
১৮ বছরের মধ্যে প্রথম আইপিএল জিতে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে আরসিবি। রাতারাতি তারা শহরে ফিরে চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা ও বিজয় উৎসব পালনের সিদ্ধান্ত জানিয়ে দেয়।প্রথম আইপিএল ট্রফি জয়কে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে। আরসিবি’র বিজয়োৎসবে শামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে অকালে ঝরে গিয়েছে ১১টা তাজা প্রাণ। আহত হন বহু।