বিয়ে করছেন সৌরভ, আর বিয়ের আসরে মধ্যমণি হয়ে উঠলেন আরেক সৌরভ। হ্য়াঁ, ঠিকই ধরেছেন বিয়েটা অভিনেতা সৌরভ দাসের, আর মধ্যমণি যিনি, তিনি সকলের প্রিয় দাদা 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, সৌরভ-দর্শনার বিয়েতে আমন্ত্রিত ছিলেন 'মহারাজ' সৌরভ।
শুক্রবার পূর্ব কলকাতায় আয়োজিত বিয়ের আসরে যখন 'দাদা' সৌরভ পৌঁছলেন, তখন খুশিতে তাঁকে ধন্যবাদ জানাতে দেখা গেল নববধূ দর্শনাকে। ‘মহারাজ’ সৌরভকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজও দেন অভিনেত্রী। সৌরভ-দর্শনার বিয়ে শুরু হওয়ার পরও সেখানে ছিলেন 'মিস্টার গঙ্গোপাধ্যায়'। তাঁকে দেখে অভিনেতা সৌরভ দাস ওঠার চেষ্টা করলে, বাধা দেন 'দাদা' বলেন, ‘আরে বসো বসো’। পাশ থেকে কেউ একজন বলেন, 'পুরোহিত মশাই অনুমতি দিয়েছেন।' তখন ফের বাধা দিয়ে দাদা সৌরভ, অভিনেতা সৌরভকে বলেন, ‘আরে আমি আছি, তুই বিয়েটা আগে সেরে নে’। এমনই নানান সুন্দর মুহূর্ত উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
আরও পড়ুন-আমি তো ‘সুন্দরী মাছওয়ালি’, বেশ কিছু দিন মাছবাজারের ওই গন্ধ শুঁকেছি: ঐন্দ্রিলা
আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনের মাঝে আলাদা গাড়িতে মেয়ের স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্য-অভিষেক
আরও পড়ুন-বাঙালি বর-বধূ বেশে সৌরভ-দর্শনা, তারকা জুটির বিয়ের মেনুতেও এলাহি আয়োজন, কী কী রয়েছে?

অভিনেতা সৌরভের বিয়েতে 'দাদা' সৌরভ

সৌরভ-দর্শনার বিয়েতে সৌরভ গঙ্গোপাধ্যায়
এদিকে এদিন বাঙালি রীতি মেনে বিয়ে হলেও, খানিকটা বলিউডি কায়দায় হেঁটে মঞ্চে আসেন সৌরভ-দর্শনা। দর্শনার মুখ ঢাকা ছিল পানপাতায়, তবে শুভদৃষ্টির আগে একটু নেচেও নেন নববধূ। এদিকে আবার শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখেই চেঁচিয়ে ওঠেন সৌরভ। মালাবদল সেরেই স্ত্রীকে জড়িয়ে ধরেনস চুমুও খান। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে এদিন তাঁদের সম্পর্ক পরিণতি পেল।এদিন রীতি মেনে সিঁদুর দান অনুষ্ঠানও হয় সৌরভ দর্শনার। প্রথা মেনে সিঁদুর পরিয়ে লজ্জাবস্ত্র টেনে দেওয়া হয় দর্শনার মুখে। বন্ধু, বান্ধব, আত্মীয়দের উপস্থিতিতে সুসম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে।
এদিন বিয়ের আগে শুক্রবার সকালে গায়ে হলুদের আসরে দেখা যায় সৌরভ-দর্শনাকে। সন্ধেবেলা লাল হুডখোলা গাড়িতে বিয়ে করতে পৌঁছোন অভিনেতা সৌরভ দাস। নাচতে নাচতে বিয়ের আসরে ঢুকতে দেখা যায় অভিনেতা সৌরভ দাসকে। বরকে যখন দর্শনার মা বরণ করছিলেন, তখনও বাজনার তালে দুলতে দেখা যায় সৌরভকে। এরপর বিয়ের আসরে পৌঁছেও আত্মীয় বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচেন নতুন বর সৌরভ।