বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Ritwick: 'সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনে কিছু হয় না, ওটা তো বাবার পয়সায় আসে, আমি…'! কেন বললেন ঋত্বিক?

Exclusive Ritwick: 'সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনে কিছু হয় না, ওটা তো বাবার পয়সায় আসে, আমি…'! কেন বললেন ঋত্বিক?

অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত, তবে সংবাদমাধ্য়মের থেকে সাধারণত দূরেই থাকেন। ফোনে তাঁকে চাইলেই পাওয়া যাবে এমনটাও নয়। তবে কথা হলে তিনি কিন্তু সহজ মানুষ। খোলামেলা, সোজা সাপটা কথা বলতে তিনি দ্বিধা করেন না… তিনি আর কেউ নন ঋত্বিক চক্রবর্তী

অকপট ঋত্বিক
অকপট ঋত্বিক

টলিপাড়ার অন্যতম ব্যস্ত তারকা তিনি। বহু পরিচালকেরই পছন্দের অভিনেতা। আর তাই ২০২৪ এর শেষ থেকে ২০২৫ এর শুরু, ভীষণই ব্যস্ততা মধ্যে কাটছে ঋত্বিক চক্রবর্তীর। এই মুহূর্তে একাধিক ছবির শ্যুটিং করছেন ঋত্বিক, সঙ্গে চলছে ছবির প্রমোশন, তাই ব্যস্ততা রয়েছে তুঙ্গে। তাই তাঁকে ইন্টারভিউ-এর জন্য পাওয়া বড়ই কঠিন। তবে অবশেষে ধরা গেল তাঁকে। নিজের একাধিক সিনেমা সহ নানান বিষয় নিয়ে Hindustan Times Bangla-র সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন ঋত্বিক চক্রবর্তী।

কথা হতেই ঋত্বিক বললেন, 'খুবই কাজের চাপ যাচ্ছে, প্রায় প্রতিদিনই শ্যুটিং, একটা দিনই ইন্টারভিউ-এর জন্য বের করতে পেরেছি।'

এবার তো একই দিনে আপনারই দুটো ছবি আসছে?

ঋত্বিক: হ্য়াঁ, ১০ (জানুয়ারি)। ওই তারিখে ‘ভাগ্যলক্ষ্মী’ এবং 'অপরিচিত', দুটো ছবিই আসছে। তারপর আবার ২৩ জানুয়ারি, সৃজিতের 'সত্যি বলে সত্যি কিছু নেই' রিলিজ করছে। আরও একটা ছবির শ্যুটিং শুরু হয়েছে (৩ জানুয়ারি) সবেমাত্র, সবমিলিয়ে একটু চাপেই আছি।

'ভাগ্যলক্ষ্মী', তো মৈনাক ভৌমিকের সঙ্গে আপনার ৫ নম্বর ছবি, অভিজ্ঞতা কেমন?

ঋত্বিক: আমার সঙ্গে মৈনাকের বোঝাপড়াটা খুব সুন্দর, এতগুলো কাজ একসঙ্গে করেছি যে আমরা একে অপরকে খুব ভালো করে জানি, অনেক কথা বলতেও হয়না। অন্তত শ্যুটিংয়ের সময় আমাদের মধ্যে কাজ সংক্রান্ত আলাদা করে সেভাবে কোনও কমিউনিকেশনের প্রয়োজন পড়ে না। ও কী চাইছে আমি বুঝে যাই। আমরা একসঙ্গে এতগুলো কাজ করার কারণেই এই সুন্দর বোঝাপড়াটা তৈরি হয়েছে।

এটা মৈনাক ভৌমিকের আগের ছবিগুলির থেকে কতটা আলাদা?

ঋত্বিক: অনেকটাই আলাদা। মৈনাককে দর্শক যেভাবে চেনে, অন্তত শেষ কয়েকবছর ও যেধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করেছে। সেগুলোর সঙ্গে এটার কোনও মিল নেই। এটা অন্য ঘরানার ছবি, এটা থ্রিলার। মৈনাক সিনেমার সঙ্গে অনেকদিন আছে। ও সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, ও একজন এডিটর, রাইটার আবার ডিরেক্টরও। তাই খুব স্বাভাবিক পরিচালক হিসাবে ও সব ধরনের কাজই করতে চায়। এটা ওর একেবারেই অন্যধরনের একটা কাজ। আমারও কাজটা করে বেশ ভালোই লেগেছে।

'ভাগ্যলক্ষ্মী'-এই কথাটাতে কতটা বিশ্বাস করেন?

ঋত্বিক: আমি আসলে খুব একটা ভাগ্যে বিশ্বাস করা মানুষ নই। তবে ভাগ্যে যাঁরা বিশ্বাস করেননা, তাঁরা হয়ত কর্মে বিশ্বাস করেন। তবে এমনও নয় যে কর্ম করব, আর যা যা আমার কাঙ্খিত সবটা ঘটে যাবে। জীবনটা কিন্তু তেমনও নয়। আমি আমার কাজ করে যাই। জীবনের নিজস্ব তৈরি করে রাখা সারপ্রাইজ প্য়াকেজ থাকে। জীবন সেগুলো দিতে থাকবে। সেগুলো কখনও আমার সহায় হবে, কখনও কঠিন। এভাবেই আমি স্বাচ্ছন্দ্য, এভাবেই চলছি।

'ভাগ্যলক্ষ্মী'র ট্রেলারের শুরুতে সোলাঙ্কি বলছেন যে ‘খাটতে খাটতে মরে যাব..', আপনি বলছেন, 'সোনার চামচ মুখে না নিয়ে জন্মালে এর থেকে বেশিকিছু হওয়ার নেই।’ আপনি ব্যক্তিগত এই ভাবনায় কতটা বিশ্বাসী?

ঋত্বিক: সোনার চামচ মুখে নিয়ে জন্মালেই বরং অনেক কিছু হয় না। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনটাকে পুরোটা দেখা হয় না। কারণ, সোনার চামচটা তো বাবার পয়সায় কেনা হয়ে থাকে! (হাসি) তাই জীবনটা সবটা বোঝা যায় না। আমি ব্যক্তিগতভাবে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। তাতে জীবনকে যেভাবে দেখেছি বা পেয়েছি, তার জন্য আজ এই মানুষটা আমি হয়েছি। আমার পেশাটা অভিনয়, এই যে বিভিন্ন রকমভাবে জীবনকে দেখতে যে পেয়েছি, তাতে আমার আখেরে লাভই হয়েছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে জীবনটা অর্ধেক চেনা হয়।

ছবিতে অনেক খরচ করে সন্তানকে পড়তে পাঠিয়েছেন সত্য ও কাবেরী। খরচ টানতে হিমসিম খেতে হচ্ছে। সাধ্যের বাইরে গিয়ে সন্তানের জন্য খরচ, পড়াশোনা করানো, এটাও আজকাল ট্রেন্ড, এটাতে বিশ্বাস করেন?

ঋত্বিক: এটাতে বিশ্বাসের কিছু নেই, টাকা না থাকলে বিশ্বাস আপনাকে ঘাড় ধরে করিয়ে নেবে। টাকা না থাকলে জীবনটা কোথায় অচল। সেই বিশ্বাসটা টাকা নিজের বিশ্বাস নিজেই তৈরি করে নেয়।

তবে এমন নয় যে ওরা ছেলেকে বাইরে পড়াতে গিয়েই শুধু প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে। আসলে মধ্যবিত্তকে নিজের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় থাকতেই হয়। যদিও এটা শুধু মধ্যবিত্ত নয় সবাই এর জন্যই সত্যি। আজকে যেভাবে চলছে, কালকের দিনটা তেমনই চলবে কিনা! এই ভাবনাটা মানুষকে সবসময় তাড়া করে। আর কোভিড পরবর্তী সময়ে মানুষ বুঝে গেছে, জীবনটা খুবই ঠুনকো। আবার যেগুলোকে ঠুনকো বলে মনে হত, তার কত মূল্য!

সাধ্যের বাইরে গিয়ে আজকাল অনেক বাবা-মা সন্তানের জন্য খরচ করেন, এটা কী উচিত নাকি উচিত নয়। কী মত?

ঋত্বিক: বাবা-মায়ের কাছে এটার খুবই গুরুত্ব রয়েছে। মধ্যবিত্ত মানুষ সবসময়ই সন্তানকে পড়াশোনা করানো, তার কেরিয়ার তৈরির বিষয়ে গুরুত্ব দেন। বাবা-মা যদি সন্তানকে ভালো করে পড়াতে চান, সেটা তো খারাপ নয়। তবে কোনটা সাধ্য, কোনটা সাধ্যের অতীত, সেটা তাঁকেই বুঝে নিত হবে।

আরও পড়ুন-'খাদান' বনাম 'সন্তান'-এর লড়াই, রাজ চক্রবর্তীর কটাক্ষ, অবশেষে মুখ খুললেন দেবের পরিচালক সুজিত রিনো দত্ত

'ভাগ্যলক্ষ্মী'

আপনার ‘সন্তান’ সিনেমাতে বাবা-মায়ের এত প্রচেষ্টা, শিক্ষার পরও সন্তান বিপথে গিয়েছে। বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত বলে মনে হয়?

ঋত্বিক: আসলে এটার কোনও নিয়ম হয়না। কারোর কাছে বাবা-ই সেরা বন্ধু। আবার দেখবেন কারোর হয়ত একটা বয়সের পর বাবার সঙ্গে খুববেশি কমিউনিকেশনই নেই। আবার ঝগড়াও নেই, এমনটাও হয়। হয়ত তাঁরা একে অপরের খোঁজ খবর নেন. তবে প্রত্যক্ষভাবে নেন না। এমন নানান সম্পর্ক আছে। এর কোনও নির্দিষ্ট থিওরি নেই। একটা বয়সের পরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে সন্তানের মতের অমিল হতেই পারে। হলেই যে সেটা খারাপ আবার এমনটাও নয়। তবে দুটো মতকে কে কীভাবে গ্রহণ করছে, সেটার উপর নির্ভর করে সম্পর্কটা পরবর্তীকালে কোথ পথে এগোবে। এইরকম নানা বিষয় থাকে। কোনও বাঁধাধরা নিয়ম এখানে নেই।

মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফ্লোরে অভিনয় করেছেন, কেমন অভিজ্ঞতা?

ঋত্বিক: দারুণ! অনেকটা স্বপ্নের মতো। উনি একসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করেছেন, এতগুলো ন্য়শনাল অ্যাওয়ার্ড, সিনেমপ্রেমী দর্শকদের নয়নের মণি, আবার নিজেই একসময় ছিলেন ফ্যাশন স্টেটমেন্ট। ওঁর সিনেমা দেখতে একদিন হলের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়েছি, স্কুল কামাই করেও সিনেমা দেখতে গিয়েছি। এবার তাঁর সঙ্গেই অভিনয় করছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

উনি প্রাজ্ঞ একজন অভিজ্ঞতা। সেটে উনি নিজেই ওনার জীবনের অনেক আকর্ষণীয় গল্প নিজের মুখে বলেছেন। আবার এত বড় মাপের অভিনেতা হয়েও মিঠুন চক্রবর্তীএখনও সহ অভিনেতাকে কিউ দেন। পুরো বিষয়টা বসে দেখেন। একবার ফ্লোরে এলে উনি ফ্লোর ছেড়ে বের হন না। এইগুলো তো শেখার। আমিও এগুলো মেনটেন করার চেষ্টা করি। তবে ওঁর উচ্চাতায় পৌঁছে অনেকেই এগুলো করেন না। তবে এই বয়সেও এটা থেকে ওঁর বিচ্যুতি হয়নি। এই জন্যই তো উনি মিঠুন চক্রবর্তী।

ওঁর (মিঠুন চক্রবর্তী) কোন কথাটা মনে রাখতে চাইবেন?

ওঁর সঙ্গে কাটানো পুরো সময়টাই মনে রাখার মতো। অনেক গল্প বলেছেন। ওনার জনপ্রিয়তা তো গ্লোবাল স্তরে। উনি হিমালয় সমান। উনি আফ্রিকাতেও গিয়ে দেখেছেন সেখানেও মানুষ ওঁকে চেনেন, ওঁর সিনেমার গান শোনেন। ‘আমার ওসব প্রসেস ফ্রসেস নেই, আমি অভিনয় করব বলেই জন্মেছি।’ এই কথাগুলোও মিঠুন চক্রবর্তীর মুখেই মানায়। কিছুই ভুলব না। মিঠুনদার সঙ্গে এমন ছবি করতে চেয়েছিলাম, যেখানে ওঁর সঙ্গে আমার অনেক সিন থাকবে। আগেও একটা প্রস্তাব এসেছিল, সেটা করা হয়নি। তবে সন্তান-এ আমি সেটা পেয়েছি।

ব্যক্তিগত জীবনে আপনারও সন্তান রয়েছেন। এত ব্যস্ততায় ছেলেকে সেভাবে সময় দিতে পারেন?

ঋত্বিক: কাজ ছাড়া বাকিটা আমি ভীষণ পারিবারিক মানুষ। কাজের বাইরে আমি বাড়িতেই থাকি। যখন কাজ করছি না, তখন আমি ছেলের সঙ্গেই থাকি। ওটা আমার প্রায়োরিটি। ফলে আমার খুব একটা আফসোস নেই। যতটা সময় হাতে আছে, সেটা ছেলেকেই দিই।

'খাদান' নিয়ে আপনার একটা ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক হয়েছিল…

ঋত্বিক: এটা নিয়ে আমি আগেও বলেছি। আর একটা ফেসবুক পোস্টের গুরুত্ব বড়জোর ২৪ ঘণ্টা। ওখানে কিন্তু আমি ‘সন্তান’ বা ‘খাদান’ নিয়ে কিছু বলিনি। ওখানে কিছু বোদ্ধার কথা বলেছিলাম, যাঁরা না বুঝেই অনেক কথা বলেন। যাঁরা ফেসবুকেই নিজেদের মান্যতা পান। তাঁদের উদ্দেশ্যেই কথাটা বলেছিলাম। হয়ত ভাষাটা একটু বদলে দিলে এত বিতর্ক হত না।

আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?

  • বায়োস্কোপ খবর

    Latest News

    বাংলাদেশে আসন্ন ইদ উল আজহায় কোরবানিযোগ্য পশু ১ কোটির বেশি! জানাল ইউনুস সরকার হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বস্য ক্যাচ রাহানের আমার শেষ পর্যন্ত থাকা উচিত ছিল…KKR ম্যাচে হারের দায় নিজের ঘাড়ে নিলেন RR অধিনায়ক রেশন দোকানের মালিকের কাছ থেকে আইফোন, AC ঘুষ! ৩ অফিসারকে খুঁজছে ACB মে মাসে ক'দিন পরই সূর্যকে সঙ্গে নিয়ে কৃপা বর্ষণ বুধের!লাকি রাশিরা কী পেতে চলেছে? ‘যা আপনারা চাইছেন তাই হবে’, ভারত-পাক সংঘাতের আবহে ইঙ্গিতবহ বার্তা রাজনাথের স্বামী অভিষেক ও তিনি এক বাথরুমে যান না, টয়লেট পেপার আসে…, বাড়ি ঘোরালেন কাশ্মীরা ভারতীয় রেলের স্লিপার ক্লাসে ১৫ ঘণ্টার সফর, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে…! পহেলগাঁও হানায় NIA স্ক্যানারে স্থানীয় দোকানদার! হামলার ১৫ দিন আগে.. Report একনজর শাহরুখ যখন কলেজ পড়ুয়া, তখনও হননি 'কিং' খান, পুরনো স্মৃতিতে ভাসলেন কাছের বন্ধু

    Latest entertainment News in Bangla

    স্বামী অভিষেক ও তিনি এক বাথরুমে যান না, টয়লেট পেপার আসে…, বাড়ি ঘোরালেন কাশ্মীরা শাহরুখ যখন কলেজ পড়ুয়া, তখনও হননি 'কিং' খান, পুরনো স্মৃতিতে ভাসলেন কাছের বন্ধু নায়ক মিঠুন, অনুমতি না নিয়ে ধর্ষণ দৃশ্য়ের শ্যুটিংয়ে মামলা করেন অভিনেত্রী, কে তিনি সিনেমায় নয়, বিজ্ঞাপনের পর্দায় দেখা গেল বাবা-ছেলে জুটিকে, আপ্লুত রাকেশ রোশন অনন্যা, শানায়া, অরিজিৎ সিং-এর নাম নিয়ে কী বলতে চেয়েছেন বাবিল? বিবৃতি দিল পরিবার ঐশ্বর্যর সঙ্গে শত্রুতা? ঠিক কেমন সম্পর্ক? মুখ খুলেছিলেন 'বং গার্ল' সুস্মিতা সেন কারও বউ চালায় প্লেন, কেউ ব্যাঙ্কার! জানেন এই বলি পরিচালকদের স্ত্রীদের পেশা কী? ‘শাহরুখ বা অমিতাভকে দরকার নেই, নিজেই তারকা তৈরি করব…', বিস্ফোরক শেখর কাপুর শাহরুখের পর নিউ ইয়র্কে পৌঁছলেন প্রিয়াঙ্কাও, দেশি গার্লের পোশাকের দাম কত জানেন? ১৪ বছরের বড় শাহিদকে বিয়ে, ‘বড় একা লাগত…’! কেমন ছিল প্রথম দিনগুলো, খোলসা মীরার

    IPL 2025 News in Bangla

    হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বস্য ক্যাচ রাহানের আমার শেষ পর্যন্ত থাকা উচিত ছিল…KKR ম্যাচে হারের দায় নিজের ঘাড়ে নিলেন RR অধিনায়ক শেষ বলে রানআউট জোফ্রা,RR-এর বিরুদ্ধে ১ রানে নাটকীয় জয়,প্লে-অফের আশা বেঁচে KKR-এর অন্তরাত্মার ইঙ্গিত সত্যি হল ইডেনে, ১ম ব্যাটার হিসেবে IPL-এ টানা ৬টি ছয় রিয়ানের ব্যাট হাতে ঝড় তুললেন বাংলার রিচা, হেরে ফাইনালের টিকিট এখনও অধরা হরমনপ্রীতদের ৯ বলে ২ রান থেকে ২২ বলে হাফ-সেঞ্চুরি রাসেলের, ২৫ ম্যাচ পরে ফের IPL-এ ৫০ টপকালেন ও নিজের সেঞ্চুরির কথা না ভেবে,দলের কথা ভেবেছিল… আয়ুষের আফসোস কমিয়ে দিলেন সেহওয়াগ ডু'প্লেসির সঙ্গে পাল্লা দিয়ে নাচ পিটারসেনের, চিকেন-ব্যানানা মুভে মাতালেন স্টেজ কোহলিদের জয়ের পর CSK সমর্থকদের উপর চড়াও হয়ে গালাগাল RCB ভক্তদের, চলে অসভ্যতাও ফাইনালে ২ রানের জন্য ১০০ হাতছাড়া বাবরের, রেকর্ড ইনিংস গড়ে চ্যাম্পিয়ন তাঁর দল

    Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
    প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ
    LOGO__betvisa_200x200

    Betvisa

    star star star star star 4.9/

    6,000.000+downloads/Free/Bengali/Version2.3.4

    6.88% Weekly Cashback on 2025 IPL Sports

    • 3% Unlimited Deposit Bonus
    • 1.2% Cash Rebate on Live Casino
    • ৳3000 Daily Reload Bonus on Slots & Fishing
    bKash bank OK Wallet upay
    PLAY NOW
    Free Bonus
    Download For
    android