সোশ্যাল মিডিয়ায় প্রায়শই উষ্ণতামাখা ছবি এবং ভিডিয়ো পোস্ট করে চর্চায় থাকেন অভিনেত্রী এশা গুপ্তা। ‘জন্নত ২’ নায়িকাকে সাহসী অবতারে দেখে প্রায়শই ঘুম ওড়ে ভক্তদের। নতুন ভিডিয়ো পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন বলিউড অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিজলিং ফটোশুটের একটি সেক্সি বিটিএস ভিডিয়ো শেয়ার করেছেন এশা। ভিডিয়োতে নিজের সেক্সি কার্ভ ফ্লন্ট করেছেন তিনি। প্রায়ই বোল্ড ফটোশ্যুটে নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নেন আশ্রম থ্রি-র অভিনেত্রী। এশার সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যায় তাঁর হটনেস-এর নিত্য নতুন দৃষ্টান্ত। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ টিম’। আরও পড়ুন: জ্যাকলিনের ভোলানাথ দর্শন! ভারী তুষারপাতেও মানলেন না হার, পৌঁছলেন কেদারনাথে