Emraan Hashmi: দেশাত্মবোধক সিনেমায় অতিরঞ্জিত অভিনয় মাঝে মাঝে সিনেমার জন্য ক্ষতিকারক প্রমাণিত হয়। দর্শকরা টান অনুভব করতে পারেন না। ‘গ্রাউন্ড জিরো’ প্রসঙ্গে মুখ খুললেন ইমরান হাশমি।
Ad
‘গ্রাউন্ড জিরো’ প্রসঙ্গে মুখ খুললেন ইমরান
আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। এই সিনেমায় বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা। দেশাত্মবোধক সিনেমা তৈরীর ক্ষেত্রে ন্যূনতম কিছু নিয়ম এবং বাধা নিষেধ সম্পর্কে কথা বললেন ইমরান।
‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় একজন বিএসএফ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন ইমরান, যিনি ২০০১ সালে সংসদ এবং অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাধারীদের খুঁজে বের করার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন তেজস প্রভা বিজয় দেওস্কর।
দেশাত্মবোধক সিনেমায় চিত্রনাট্য এবং অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমরান বলেন, ‘দেশাত্মবোধক সিনেমায় কাজ করার আগে আমি আগে বুঝে নেওয়ার চেষ্টা করি, উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে কিনা। এই সিনেমায় ২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্য তুলে ধরা হয়েছে অভিনয়ের মাধ্যমে। এমন সিনেমায় যদি নাটকের মাত্রা অতিরঞ্জিত হয়, তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যায়।’
ইমরান বলেন, ‘যখন একজন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সব ব্যাপারে সতর্ক থাকতে হয়। মনে রাখতে হয় এই সিনেমাটি ওই আধিকারিকের পরিবারের সদস্যরাও দেখবেন, ফলে সংবেদনশীল বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।’
অভিনেতা বলেন, ‘এই সিনেমায় একটি অংশে অন্য জওয়ানদের উদ্দেশ্যে আমি চিৎকার করে বলেছিলাম ‘প্রহার হোগা’। বাস্তবে নিশ্চয়ই সেটা হয়নি। আমি বাজি রেখে বলতে পারি, মিস্টার দুবে নিশ্চয়ই ট্রাকে উঠে প্রত্যেকের উদ্দেশ্যে ‘প্রহার হোগা’ বলে চিৎকার করেননি। তবে অভিনয়ের ক্ষেত্রে কিছু কিছু অংশে এটা করতে হয়, না হলে গ্রহণযোগ্য হবে না দর্শকদের কাছে।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় অভিনয় করার আগে ইমরান দেখা করেছিলেন দুবের সঙ্গে। প্রাক্তন এই বিএসএফ অফিসারকে নিতান্তই নম্র এবং ভদ্র বলে ব্যাখ্যা করেছেন অভিনেতা। তিনি এও জানিয়েছেন, তিনি ওই অফিসারকে পুরোপুরি নকল করতে চাননি। ঘটনাটি বুঝে সেই ভাবে কাজ করতে চেয়েছিলেন।