২০২৩-এর শুরুটা শাহরুখের হলে, শেষটা প্রভাসের! বছরের অন্তিম লগ্নে এসে ছক্কা হাঁকালেন ‘বাহুবলী’ তারকা। রাজামৌলীর কৃতি ছাত্র শেষ কয়েক বছর বক্স অফিসে হিটের মুখ দেখেননি। লাগাতার ব্যর্থতার পর পরিচালক প্রশান্ত নীলের নেতৃত্বে ম্যাজিক দেখালেন ‘সালার’ প্রভাস। একদিনের ব্যবধানে বক্স অফিসে মুক্তি পেয়েছে দুটো ছবি। অথচ লক্ষ্মীলাভের মামলায় শাহরুখকে অনেকটা পিছিনে ফেলেছেন প্রভাস।
শনিবারের বক্স অফিস রিপোর্ট কার্ড মোটেই সুবিধের নয় শাহরুখের জন্য। এদিন দেশে জুড়ে ‘ডাঙ্কি’র মোট ২১ কোটির টিকিট বিক্রি হয়েছে, এর জেরে তিনদিনে রাজকুমার হিরানির ছবির আয় দাঁড়াল মাত্র ৭০ কোটি ৩২ লক্ষ টাকা।
Sacnilk.com-এর মতে, প্রথম দিন ডাঙ্কির আয় ছিল ২৯.২ কোটি, যা শুক্রবারে কমে দাঁড়ায় ২০.১৯ কোটি টাকা। শনিবারও ছবির কালেকশন থাকল ২১ কোটির আশেপাশে। অর্থাৎ রবিবারেও এই ছবি ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারবে কিনা তা বলা মুশকিল।
ছবি মুক্তির আগে অনেকেই বাজি ধরেছিলেন শাহরুখ খান ও রাজু হিরানির জুটির উপর। তবে মুক্তির পর গেম ঘুরিয়ে ছাড়লেন প্রভাস। প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’-এর চাপে কোণঠাসা ডাঙ্কি। প্রভাসের দাপট জারি রয়েছে উত্তর থেকে দক্ষিণ।
গত শুক্রবার মুক্তি পাওয়া এই ছবি দু-দিনেই দেশের বক্স অফিসে ১৪৮ কোটি টাকা আয় করে নিল সালার। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে এই বহুচর্চিত ছবি। এই আয়ের নিরিখে বর্তমানে একদিন
প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে। রাজু হিরানি খানিক লক্ষ্যভ্রষ্ট হলেও প্রশান্ত নীল কিন্তু ব্লকবাস্টার ছবির রেকর্ড বজায় রাখতে চলেছেন, বলছে সালারের বক্স অফিস কালেকশন।
শুক্রবার ভারতে এই ছবি ব্যবসা করেছে ৯০.৭ কোটি টাকার। যার মধ্যে ছবির তেলুগু সংস্করণের আয় ৬৬.৭৫ কোটি টাকা। দ্বিতীয় দিন সব ভাষা মিলিয়ে এই ছবি ব্যবসা করবে ৫৮ কোটির। সুতরাং দুদিনে দেশের বক্স অফিসেে সালারের আয় ১৪৮.৩১ কোটি টাকা।
প্রথম দিন আয়ের হিসাবে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনার ‘সালার’। ‘জওয়ান’ শাহরুখের থেকে তাজ ছিনিয়ে নিলেন প্রভাস। এতদিন পর্যন্ত প্রথম দিন দেশের বক্স অফিসে ৬৫ কোটির ব্যবসা হেঁকে একে ছিল জওয়ান। বাকিরা কে কোথায়, দেখুন এক নজরে-
প্রথম- সালার-পার্ট ওয়ান: ৯০. ৭ কোটি টাকা
দ্বিতীয়- জওয়ান- ৬৫ কোটি টাকা
তৃতীয়- অ্যানিম্যাল- ৬০ কোটি টাকা
চতুর্থ- পাঠান- ৫৭ কোটি টাকা
ডাঙ্কি- ৩০ কোটি টাকা
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ১০২ কোটিরও বেশি আয় করেছে 'ডাঙ্কি'৷ মনোবালা বিজয়বালানের দেওয়া তথ্য অনুসারে, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ‘ডাঙ্কি’র আয় ছিল ৫৭.৪৩ কোটি টাকা। ২২ ডিসেম্বর শুক্রবার এই ছবির আয় হয় ৪৫.১০ কোটি টাকা। অর্থাৎ মুক্তির পর দুই দিনে এই ছবির সংগ্রহ দাঁড়িয়েছে ১০২.৫৩ কোটি টাকা। অন্যদিকে প্রথমদিন বিশ্ব বাজারে প্রায় ১৭৫ কোটির ব্যবসা হেঁকেছে ডাঙ্কি। দ্বিতীয় দিনও সেঞ্চুরি পার করছেন প্রভাস।