
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিখ্যাত টিভি অভিনেত্রী, খতরো কে খিলাড়ির ফাইনালিস্ট দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া সম্পর্কে একটি বড় খবর আসছে। জানা গিয়েছে যে, দিব্যাঙ্কা একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বৃহস্পতিবারে। যার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার তথ্য তাঁর জনসংযোগ দল এবং তাঁর স্বামী বিবেক দাহিয়া প্রকাশ্যে এনেছেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে যে, দিব্যাঙ্কা ত্রিপাঠীর হাতের দুটি হাড় ভেঙে গিয়েছে এবং তাই তিনি অস্ত্রোপচার করতে চলেছেন। শুক্রবারই দিব্যাঙ্কা ত্রিপাঠির জনসংযোগ দল খবরটি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে।
যদিও দিব্যাঙ্কার পিআর টিম এই বিষয়ে খুব বেশি তথ্য দেয়নি। বলা হয়েছে যে দিব্যাঙ্কা এখন চিকিৎসার অধীনে রয়েছেন। দিব্যাঙ্কা ত্রিপাঠির পিআর টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে বিবেক দাহিয়ার আগামীকালের লাইভ সেশন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কয়েক ঘণ্টা আগে দিব্যাঙ্কা দুর্ঘটনার মুখোমুখি হন এবং এখন তিনি হাসপাতালে। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী বিবেক।
আরও পড়ুন: হচ্ছে স্মৃতিভ্রম, কোমরে অপরাশেন, ১০ দিন ধরে হাসপাতালে ঋতাভরীর বাবা, জাতীয় পুরস্কারজয়ী উৎপলেন্দু
সেই পোস্টে আরও লেখা হয়- আমরা আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই এবং দিব্যাঙ্কার দ্রুত সুস্থতা কামনা করছি। বিবেক শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর একটি এক্স-রে-এর ছবি শেয়ার করে অভিনেত্রীর স্বামী বিবেক জানিয়েছেন যে, তাঁর স্ত্রীর অস্ত্রোপচার হতে চলেছে।
আরও পড়ুন: কটাক্ষে বুড়ে আঙুল, ৬ বছরের ছোট রাতুলকে আজই বিয়ে রূপাঞ্জনার, কেমন সাজবেন বর-কনে?
প্রসঙ্গত, মাসখানেক আগেই দিব্যাঙ্কা ত্রিপাঠীর লিগামেন্ট সার্জারি করা হয়েছিল। দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে তাঁর একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিগামেন্ট সার্জারি থেকে পুনরুদ্ধার পর্যন্ত তাঁর যাত্রা সকলের সঙ্গে ভাগ করে নেন। আপাতত দিব্যাঙ্কার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: ভোট মিটলেই বিয়ে তৃণমূলের দেবাংশুর? প্রেমিকার সত্যি ফাঁস করলেন ‘খেলা হবে’র জনক
২০০৬ সালে তাঁর প্রথম শো 'বানু ম্যায় তেরি দুলহান'-এর পরে দিব্যাঙ্কা পরিচিতি পান ঘরে ঘরে। এরপর তাঁকে দেখা যায় ইয়ে হ্যায় মোহাব্বতে-তে। সেখানেই আলাপ বিবেকের সঙ্গে। তিনি আর বিবেক একসঙ্গে নাচের রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-তেও অংশ নিয়েছিলেন এবং জিতে ছিলেন। খতরো কে খিলাড়িরও ফাইনালিস্ট ছিলেন দিব্যাঙ্কা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports