বাংলা নিউজ > বায়োস্কোপ > বিয়ে করলেন বিগ বস ওটিটি জয়ী দিব্যা আগরওয়াল! অভিনেতা প্রেমিককে ছেড়ে ধরলেন ব্যবসায়ীর হাত
পরবর্তী খবর
বিয়ে করলেন বিগ বস ওটিটি জয়ী দিব্যা আগরওয়াল! অভিনেতা প্রেমিককে ছেড়ে ধরলেন ব্যবসায়ীর হাত
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 06:58 AM ISTTulika Samadder
মঙ্গলবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন দিব্যা আগরওয়াল। বিগ বস ওটিটি প্রথম সিজনের বিজেতা ছিলেন তিনি।
বিয়ে করলেন দিব্যা আগরওয়াল।
বিগ বস ওটিটি বিজয়ী দিব্যা আগরওয়াল পড়লেন সাত পাকে বাঁধা। অপূর্ব পদগাঁওকরকে বিয়ে করেছেন তিনি মঙ্গলবারে। এই দম্পতি মুম্বইয়ে একটি ঐতিহ্যবাহী মারাঠি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বিয়ের কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা করেন তাঁরা।
দিব্যা আগরওয়ালের বিয়ের ছবি
বিয়ের জন্য দিব্যা গোলাপী এবং বেগুনির ওমব্রে এফেক্টের একটি লেহেঙ্গা বেছে নেন। যাতে সোনালি জরির কাজ। সঙ্গে ম্যাচিং দুপাট্টা, হিরের গয়না। হাতে ছিল কালিরা ও ঐতিহ্যবাহী চুড়া। মারাঠি রীতি মেনে দুজনের মাথায় ছিল মুন্ডাভাল্য।
অন্য দিকে অপূর্ব দিব্যার পরিপূরক হিসাবে একই প্রিন্টের একটি ম্যাচিং বেগুনি কুর্তা পরেছিলেন।
একাধিক ছবি শেয়ার করেছেন দিব্যা আর অপূর্ব। প্রথম ছবিতে দেখা গেল অপূর্ব দিব্যার গলায় মঙ্গলসূত্র পরাচ্ছেন। পরেরটিতে তাঁরা অগ্নিসাক্ষী রেখে ঘুরছেন সাত পাকে, পরিবার এবং ঘনিষ্ঠ লোকেরা ঘিরে রেখেছে তাঁদের। শেষেরটি সদ্য বিবাহিত দম্পতি হারিয়েছেন একে-অপরের চোখে।
ছবিগুলি শেয়ার করে দিব্যা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই মুহূর্ত থেকে আমাদের প্রেমের গল্প চলতে থাকবে... রব রাখা’, এর পরে একটি দুষ্ট চোখের ইমোজি। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির জন্য তাদের ভক্ত, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের কাছ থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। তনুজ ভিরওয়ানি থেকে শুরু করে যুবিকা চৌধুরী, প্রিন্স নারুলারা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দিব্যা ও অপূর্বকে।
২০২২ সালে ব্যবসায়ী অপূর্বর সঙ্গে বাগদান সারেন স্প্লিটসভিলার প্রাক্তন এই প্রতিযোগী। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর সঙ্গে বিয়ের ঘোষণা করেন তিনি। জানা যাচ্ছে, দিব্যা যার গলায় মালা দিলেন তিনি পেশায় ব্যবসায়ী। চালান রেস্তোরাঁ।
২০১৫ সালে, দিব্যা ‘মিস নাভি মুম্বাই’ খেতাব জিতেছিলেন। আর সেই জয়ের সাফল্যে এক বন্ধু পার্টি রেখেছিলেন দিব্যার জন্য। সেই পার্টিতে আলাপ দিব্যা আর অপূর্বর। দুজনে কিছুদিন পর থেকে প্রেমও শুরু করেন। তবে সেই সময় বিয়ে করতে চাইতেন দিব্যা, সংসারে তখনই জড়াতে চাননি অপূর্ব। তাই আলাদা হয়ে যান দুজনে। স্প্লিটসভিলাতে গিয়ে দিব্যার সঙ্গে সম্পর্ক হয়েছিল প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে। সেই সম্পর্ক ভেঙে দিব্যা প্রেমে পড়েন বরুণ সুদকে। তবে শেষমেশ ফিরলেন প্রথম ভালোবাসার কাছেই।