অস্করের জন্য প্রচারে টাকা ঢালার খবরে বেজায় চটেছেন 'আরআরআর' প্রযোজক ডিভিভি দানাইয়া। তাঁর কথায়, 'কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি টাকা ব্যয় করে না। তাহলে তো কোনও লভ্যাংশ-ই থাকবে না।
অস্কারের মঞ্চে জায়গা পেতে নাকি কোটি টাকা ঢেলেছেন RRR-প্রযোজক, পরিচালক সহ টিমের সদস্যরা এমন। অস্কারের মূল অনুষ্ঠানে দর্শকাসনে বসতে রাজামৌলি মাথাপিছু নাকি ২০লক্ষ টাকা খরচ করে টিকিট কেটেছেন! একই কাজ করেছেন রামচরণ, জুনিয়ার এনটিআরর-এর মতো তারকা! বেশকিছুদিন ধরে এমনই নানান কথা শোনা যাচ্ছে। সত্যিই কি তাই? এবার মুখ খুললেন ছবির প্রযোজক।
অস্করের জন্য প্রচারে টাকা ঢালার খবরে বেজায় চটেছেন 'আরআরআর' প্রযোজক ডিভিভি দানাইয়া। তাঁর কথায়, 'কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি টাকা ব্যয় করে না। তাহলে তো কোনও লভ্যাংশ-ই থাকবে না। প্রসঙ্গত, প্রবীণ তেলুগু ছবির নির্মাতা তাম্মারেড্ডি ভরদ্বাজা দাবি করেন যে 'আরআরআর' পরিচালক রাজামৌলি এটিকে অস্কারের জন্য প্রচার করতে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর এমন খবরে বেজায় বিরক্ত ছবির প্রযোজক।