বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার নিজেই সুখবর দিলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মা হতে চলেছেন 'গোপী বহু' খ্যাত দেবলীনা ভট্টাচার্য। ১৫ অগস্ট, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনই এই সুখবর সকলকে জানান দেবলীনা।
হবু মা দেবলীনার জন্য তাঁর বাড়িতে আয়োজিত হওয়া 'পঞ্চামৃত' অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের মাতৃত্বের সুখবর শুনিয়েছেন টেলিপর্দার ‘গোপী বহু’। প্রসঙ্গত পঞ্চামৃত হল হিন্দুদের বিভিন্ন পার্বণ ও পূজায় ব্যবহার করা পাঁচটি খাদ্যের এক মিশ্রণ। পঞ্চামৃতের পাঁচটি উপাদান: দুধ, দই, ঘি, মধু এবং তুলসী।
দেবলীনা তাঁর বাড়িতে আয়োজিত পঞ্চামৃত অনুষ্ঠানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পবিত্র পঞ্চামৃত আচারের মাধ্যমে মাতৃত্বের ঐশ্বরিক যাত্রা উদযাপন করা হচ্ছে। যে অনুষ্ঠানে জীবনের এই সুন্দর অধ্যায়ে মা ও তাঁর অনাগত সন্তানের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং আনন্দের জন্য আশীর্বাদ করে। যে আশীর্বাদে আবার ঐতিহ্য ও ভালবাসা মিশ্রিত হয়।’
দেবলীনার পোস্ট করা ছবিতে তাঁকে তাঁর স্বামী শেখ নাওয়াজের সঙ্গে একটা সোফায় বসে থাকতে দেখা যাচ্ছে। শেখ নাওয়াজের কোলে পোষ্য কুকুর। আর দেবলীনার হাতে ধরে একটা শিশুর জামা। যে টি-শার্টে লেখা, 'এবার আমাকে প্রশ্ন করা বন্ধ করুন'। দেবলীনার পোস্ট করা ছবিতে তাঁকে তাঁর মা, শাশুড়ি সহ পরিবারের সকলের সঙ্গে দেখা গিয়েছে।