বাঘা যতীন ছবির সময়ই জানা গিয়েছিল এই ছবির পরিচালক অরুণ রায়ের শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে সম্প্রতি তাঁর শরীরিক অবস্থা বেশ খারাপ হয়। বিগত কয়েকদিন ধরে অসুস্থতা বাড়লে তাঁকে তড়িঘড়ি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালে ভর্তি বাঘা যতীন ছবির পরিচালক
চলতি বছর দুর্গাপুজোর সময় মুক্তি পায় বাঘা যতীন। ৮/১২, হীরালাল, ইত্যাদির মতো একাধিক ছবি উপহার দিয়েছেন যে পরিচালক তিনি যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন সে খবর বাঘা যতীনের কাজ চলাকালীনই জানা গিয়েছিল। তিনি তার মধ্যেও ছবির শুটিং করেন। কোনও কাজ থামতে দেননি। কেমোথেরাপি চলাকালীনও কাজ করে গিয়েছেন অরুণ রায়। উল্টে ছবির প্রচারে দারুণ ভাবে অংশ নিয়েছিলেন। করেছিলেন হাসি ঠাট্টা, মজাও। কখনও ক্লান্ত হননি পরিচালক। তবে সম্প্রতি নাকি তাঁর শরীর ভীষণ খারাপ হওয়ার দরুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এমনটাই টলিপাড়ার অন্দরের খবর।
আরও পড়ুন: লাস্ট স্টোরিজ ২, OMG ২: সমাজে ছুঁৎমার্গ থাকলেও ২০২৩-এ সেক্স এডুকেশনের পাঠ পড়িয়েছে যে বলিউড ছবি
আরও পড়ুন: বিয়ের মরশুমে প্রেমে ফেলতে প্রস্তুত অনুপম! আসছে ‘বাউন্ডুলে ঘুড়ি’র নয়া ভার্সন