
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। মাঝে মধ্যেই কাপল গোল সেট করতে দেখা যায় এই তারকা জুটিকে। শুধু তাই নয়, মাঝে মধ্যেই দুজন বেরিয়ে পড়েন নিজেদের মতো সময় কাটাতে। যদিও কখনই তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় না। তবে আলাদা আলাদা যতই ছবি দিক দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয় না নেটপাড়ার। এবারও কি একসঙ্গেই বেড়াতে গেলেন দেব এবং রুক্মিণী?
আরও পড়ুন: বিয়ের ৩ মাসের মধ্যেই মা হয়ে কটাক্ষের শিকার! ছেলের একমাস পূর্তিতে রূপসা লিখলেন...
এদিন দেব বেশ কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে গাছের ছায়ায় থাকা একটি দোলনায় বসে ডুকছেন তিনি। সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'এমনি।' শুধু তাই নয়, এই ছবির সঙ্গে জুড়ে দেন জানে মন তুই জীবন গানটি।
অন্যদিকে তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খালি দোলনা, সমুদ্রের ছবি এবং সকাল সকাল সমুদ্রের শোভা দেখতে দেখতে শরীর চর্চার ছবি পোস্ট করেছেন।
অন্যদিকে রুক্মিণী মৈত্র একটি ঘরে বসেই বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, 'লুকোচুরি।' তাঁরা কোথায় বেড়াতে গেছেন সেটাও জানাননি। তবে তাঁদের অনুরাগীদের অনুমান মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তাঁরা। এদিন দেব এবং রুক্মিণী একসঙ্গে নিজেদের কোনও ছবি পোস্ট না করলেও নেটপাড়ার অনুমান তাঁরা একসঙ্গেই বেড়াতে গিয়েছেন।
আরও পড়ুন: ইঙ্গিতবহ বার্তা পুবের ময়নার নির্ঝরের! গৌরব কেন লিখলেন, 'একবার গেলে আর ফিরব না, জানি মুক্তির মানে'?
প্রসঙ্গত দেব অভিনীত খাদান ছবিটি গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে তুমুল সাড়া ফেলে সেই ছবি। ব্লকবাস্টার হিট হয়। অন্যদিকে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে। সেই ছবিটিও মোটের উপর ভালোই ব্যবসা করেছে। দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সদ্যই এই ছবিটি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি নয়, তিন তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা দর্শকদের পছন্দের ছবির খেতাব পেয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports