সতীশ কৌশিকের মৃত্যুর ধাক্কা সামলে ওঠবার আগেই বলিউডের আরও এক সদস্য না ফেরার দেশে চলে গেলেন। সোমবার মৃত্যু হল বলিউডের বর্ষীয়ান প্রযোজক প্রদীপ উপুরের। দীর্ঘদিন ধরেই ক্য়ানসারে ভুগছিলেন প্রযোজক, সিঙ্গাপুরে থাকাকালীনই মৃত্যু হল প্রদীপ উপুরের। আশির দশকে প্রদীপ উপুরের হাত ধরেই বলিউড সফর শুরু করেছিলেন আমির খান। অভিনেতার প্রথম ছবি ‘হোলি’র প্রযোজক ছিলেন সদ্য প্রয়াত প্রদীপবাবু। ১৯৮৪ সালে মুক্তি পায় কেতন মেহতা পরিচালিত এই ছবি। ছবিতে দেখা মিলেছিল আশুতোষ গোয়ারেকর, ওম পুরী, দীপ্তি নাভাল, নাসিরুদ্দিন শাহের মতো তারকাদের।
‘হোলি’র পাশাপাশি ‘অর্ধসত্য’-র মতো বহুচর্চিত ছবির প্রযোজক ছিলেন প্রদীপ উপুর। যদিও দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছ ‘সিআইডি’র প্রযোজক হিসাবে। ভারতীয় টেলিভিশনের দুই কালজয়ী শো ‘সিআইডি’ এবং ‘আহট’ তৈরি হয়েছে তাঁর জিম্মায়। ১৯৯৮ সালে সফর শুরু হয়েছিল সিআইডির, ২০ বছরের বেশি সময় ধরে দর্শক সমান উৎসাহ নিয়ে দেখেছে খুন, ডাকাতি, অপহরণ-এর কিসসা। কীভাবে মৃত্যু হয়েছে প্রযোজকের, সেই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি পরিবারের তরফে।
আরও পড়ুন-'নাটু নাটু'র অস্কার জয়, কিরাবানির কথায় অস্কার অনুষ্ঠানেই কেঁদে ফেললেন দীপিকা…
এদিন বন্ধুহারা শিবাজি সত্যম সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবর জানিয়ে লেখেন, 'প্রদীপ উপুর (সিআইডির এক স্তম্ভ)…. সবর্দা হাসিখুশি এক বন্ধু, সৎ এবং সাহসী….. আচর্শ্চজনকভাবে মহৎ এক মানুষ…. আমার জীবনের একটা সুন্দর অদ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমার বসের মৃত্যুর সঙ্গে… অনেক ভালোবাসা। তোমাকে মিস করব বন্ধু।
শুধু সিআইডি বা আহট নয়, ‘সুপারকপ ভার্সেস সুপারভিলেন’, ‘সাতরঙ্গি সসুরাল ’-এর অজস্র শো দর্শকদের উপর দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।
আরও পড়ুন-'রোজ নামাজ পড়ি', স্বামীকে জেলে পাঠিয়ে রমজানে উমরাহ করতে ভিসার আবেদন রাখির
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)