Bonny Sengupta: আজ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মায়ের জন্মদিন। বান্ধবীর মায়ের জন্মদিনে পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ অভিনেতা।
আবেগপ্রবণ বনি
‘আমি তোমাকে ভালোবাসি। তোমার কথা খুব মনে পরে। তোমায় কাছে না পেয়ে ঠিক কী অনুভব করি তা বলে বোঝাতে পারব না। কিন্তু জানি তুমি আছ। শুভ জন্মদিন মাম্মিজি’, নেটমাধ্যমের পাতায় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন অভিনেতা বনি সেনগুপ্ত।
আজ ৫ ফেব্রুয়ারি কৌশানির মায়ের জন্মদিন। বান্ধবীর মাকেও নিজের মায়ের সমতুল্য মনে করতেন বনি। এই বিশেষ দিনে স্মৃতির পাতা থেকে কৌশানির মায়ের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে বনির গাল ধরে আদর করছেন কৌশানির মা সঙ্গীতা।
২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু কৌশানির। পর্দায় তাঁর প্রথম নায়ক বনি সেনগুপ্ত। এরপরই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে দুই পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে ওঠে। আরও পড়ুন: অডিশনের প্রথম দিনে ভয়ে কাঁটা হয়ে যান, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন সমীরা