Boman Irani on Kayoze Irani: পরিচালক হিসাবে তাঁর প্রথম ফিচার ফিল্মের কাজ শুরু করবেন বোমান ইরানি পুত্র। তার আগেই শুভেচ্ছা বার্তা দিয়ে নেটমাধ্যমের পাতায় পুত্র কায়োজের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। কী লিখেছেন-
ছেলে কায়োজকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন বোমান ইরানি
পরিচালকের আসনে অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি। পরিচালক হিসাবে তাঁর প্রথম ফিচার ফিল্মের কাজ শুরু করবেন বোমান পুত্র। তার আগেই শুভেচ্ছা বার্তা দিয়ে নেটমাধ্যমের পাতায় পুত্র কায়োজের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা বোমান।
ইনস্টাগ্রামের পাতায় কায়োজের সঙ্গে শেয়ার করা ছবিতে বোমান এবং স্ত্রী জেনোবিয়াকে দেখা গিয়েছে। কায়োজেকে আলিঙ্গন করছেন বোমান এবং তাঁর মা জেনোবিয়া। অপর ছবিতে মায়ের সঙ্গে কথোপকথনে মগ্ন কায়োজে। ছবিগুলি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে বোমান লেখেন, ‘আমেদের ছেলে কায়ো আজ থেকে তাঁর ফিচার ফিল্ম পরিচালনার কাজ শুরু করল। আশীর্বাদ তোমায়। শ্যুটিংয়ের প্রথম দিনের ছবি আমাদের পাঠিও’।