করোনা কেড়ে নিল বলিউড পরিবারের আরও এক সদস্যকে। চলে গেলেন প্রযোজক রায়ান স্টিফেন। দীর্ঘদিন ধরেই শোবিজ দুনিয়ার পরিচিত মুখ রায়ান। ‘ইন্দু কি জাওয়ানি’, শর্ট ফিল্ম ‘দেবী’ ছাড়াও একাধিক প্রোজেক্টের প্রযোজনার দায়িত্ব সামলেছেন এই তরুণ প্রযোজক।করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন রায়ান।
আরও এক প্রিয়জনকে হারিয়ে মন খারাপ বলিউডের। সোশ্যাল মিডিয়ায় রায়ানকে স্মরণ করে শোকবার্তা দিয়েছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে রায়ানের ছবি পোস্ট করে বরুণ লেখেন- ‘RIP রায়ান’, ইন্দু কী জওয়ানি-র লিডিং লেডি কিয়ারা লেখেন- ‘আমাদের খুব কাছের রায়ান খুব তাড়াতাড়ি চলে গেল’। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।

অভিনেতা মনোজ বাজপেয়ী ফিল্মমেকার সুপ্রাণ বর্মার টুইটটি রি-টুইট করে লেখেন- খুব শকিং একটা খবর আমাদের সকলের জন্য, যাঁরা এই একটা বড়ো মনের মানুষটাকে চেনে! এটা সত্যি হতে পারে না! আমার বন্ধু রায়ান, তোমাকে খুব মিস করব'। সুপ্রাণ প্রয়াত প্রয়োজককে স্মরণ করে লেখেন-‘জীবন খুব নিষ্ঠুর। কিন্তু তুমি খুব দয়ালু ছিলে রায়ান, ধন্যবাদ তোমার সহমর্মিতার জন্য এই কঠিন পৃথিবীতে। তবে এই পথে আমরা বেশকিছু গল্প ভাগ করে নিতে পেরেছি এটা ভেবেই আমি ধন্য’।