জ্যাকলিনের ‘কান্নায়’ মন ভিজলো না ইডি আধিকারিকদের! ২১৫ কোটির আর্থিক তছরূপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে অভিনেত্রীর। আজই দিল্লি হাইকোর্টে এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই অতিরিক্ত চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের তোলাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাসে বারবার ইডির জেরার মুখে পড়েছেন। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের ‘গার্লফ্রেন্ড’ জ্য়াকলিন। জানা যাচ্ছে, এখনই ইডির হাতে অভিনেত্রী গ্রেফতার না হলেও তাঁর বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। আগেও অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির বিশেষ আদালত, তবে শ্যুটিং-এর কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। দিল্লি পুলিশের ইকোনমিক উইংস-এর তরফে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল।গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দিজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে সে। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকবার কথা নিজের মুখেই ইডির আধিকারিকদের জানিয়েছে সুকেশ। ইডির কাছে জবানবন্দিতে জ্যাকলিন দাবি জানিয়েছেন ২০১৭ সালে তাঁর সাথে আলাপ হয় সুকেশের। তবে ২০১৯-র অগস্টে এই ব্যক্তি গ্রেফতার হলে তিনি আর কোনও যোগাযোগ রাখেননি!সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একাধিক ছবি ফাঁস হওয়া নিয়ে জ্যাকলিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখেন। সেখানে নায়িকা জানান, ‘আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে পরিবার ও অনুরাগীদের সহায়তায় এই পরিস্থিতি আমি কাটিয়ে উঠব’। সুকেশের সঙ্গে তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান নায়িকা। গত জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়া পোস্টে জ্যাকলিন লিখেছিলেন- ‘এই দেশ এবং এই দেশের লোকজনের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। তার মধ্যে পড়ে মিডিয়ায় থাকা আমার বন্ধুরাও, এঁদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। বর্তমানে আমি জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আমি মিডিয়ায় থাকা আমার বন্ধুদের কাছে অনুরোধ করব এমন কোনও ছবি ছড়াবেন না যা আমার ব্যক্তিগত মুহূর্ত, আমার গোপনীয়তায় আঘাত করে। আমি জানি আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সাথে এমন করতেন না, আমার সাথেও এমন করবেন না। আশা করি বিচার ও শুভবুদ্ধি এখনও আছে চারপাশে। ধন্যবাদ।’