২ মে ছিল সত্যিজিৎ রায়ের জন্মবার্ষিকী। আর সেই দিনেই অভিনব এক ভুল করে বসল পদ্মশিবির। দেখা গেল জন্মদিনে শুভেচ্ছা জানানো হল, বিশ্ববরেণ্য পরিচালককে। কিন্তু ব্যবহার করা হল জিতু কমলের ছবি।
পোস্টটি আসে ত্রিপুরা বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে। বানানো হয়েছে একটি পোস্টার, তাতে লেখা হয়েছে, ‘বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম!’ এবার আসল টুইস্ট ছবিতে। যেখানে সত্যিজিতের ৩টি ছবি ব্যবহার করা হয়। যার মধ্যে একটি জিতু কমলের। কমেন্ট বক্সে তারপরই মাথায় হাত বাঙালির।
ট্রোলে ভরিয়ে দেওয়া হল পদ্ম দলকে। একজন লেখেন, ‘তোমায় জিতু কমলে রাখব, ছেড়ে দেব না!’ অপরজনের মন্তব্য, ‘রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য বোঝে না, এরা আবার বড় বড় জ্ঞান দেয়। আদতে না বাংলাকে জানে, আর না বাংলাকে বোঝে বিজেপি! এরা চিরকাল বাংলা ও বাঙালি বিরোধী আর জোর করে বাঙালি প্রীতি দেখানোর ফল এই মারাত্মক ভুল।’
আরেকটি কমেন্টে লেখা হল, ‘এরা নাকি আবার বাংলা দখলের স্বপ্ন দেখছে’। এমনকী ‘চাড্ডি’ বলেও কটাক্ষ করা হয়। আশ্চর্যের ব্যাপার হল, ভুল ধরিয়ে দেওয়ার পরেও, পোস্টটি বদলানো হয়নি ৪ এপ্রিল রবিবার সকলে এসেও (এই প্রতিবেদন লেখা অবধি)।
দেখুন-
অনীক দত্তের সিনেমা অপরাজিত-তে সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল জিতু কমলকে। নিঃসন্দহই জিতুকে দেখে প্রথমে চমকে উঠেছিল বাঙালি। এত্ত মিল! কিন্তু সত্যিই কি এত মিল রয়েছে যে, আসল বা ‘নকল’ কে, সেটাই বোঝা সম্ভব না?
আরও পড়ুন- শুভমন অতীত! দীপিকার সহ-অভিনেতার সঙ্গে প্রেম করছেন সারা তেন্ডুলকর? মুখ খুললেন ঘনিষ্ঠ
সেই পোস্টে আরেক ব্যক্তি ট্রোল করে মন্তব্য করেন, ‘আশ্চর্য অশিক্ষিত মাইরি!’ অন্যজন লেখেন, ‘আরে দাদা মাঝের জন জিতু কামাল। কি অশিক্ষিত আপনারা!’ ত্রিপুরার এক বাসিন্দা আবার এই পোস্টে মন্তব্য করেছেন, ‘ইস। কি অবস্থা। তাও আমার রাজ্যের পেজ থেকে। অ্যাডমিন দয়া করে ছবিটা ঠিক করুন প্লিজ।’