এবার মেগার নায়ক বিশ্বনাথ বসু। আর তাঁর নায়িকা হলেন মিমি দত্ত। আসছে তাঁদের নতুন মেগা ‘শ্রীমান ভগবান দাস’। বুধবার প্রকাশ্যে এসেছে মেগার প্রথম প্রোমো। প্রোমোয় দেখানো হয়েছে মধ্যবিত্তের আবেগের সঙ্গে কীভাবে ভক্তি মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। জানেন কোন চ্যানেলে দেখা যাবে এই মেগা?
আরও পড়ুন: 'বিগ বস'-এর নতুন সিজনের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান? দেখে নিন
সাধারণ জি বাংলাতেই নানা মেগার সমাহার দেখা যায়। তবে এবার ছক ভেঙে জি বাংলা সিনেমায় আসছে বিশ্বনাথ ও মিমির নতুন ধারাবাহিক। আর এই মেগাতেই থাকছেন ইন্দ্রাশীষ রায়ও। তবে তাঁর চরিত্রে থাকছে বড় চমক।
আরও পড়ুন: 'মুখ বা শরীরের কোনও…', মোহিত তাঁর ‘সাইয়ারা’র নায়িকার এ কী শর্ত রেখেছিলেন?
আরও পড়ুন: নীল জলে বিকিন লুকে উষ্ণতা ছড়ালেন মিমি! 'রক্তবীজ ২'-এ বড় চমক নায়িকার
প্রোমোয় কী দেখা গিয়েছে ?
বুধবার মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে প্রথমেই দেখা গিয়েছে নাক ডেকে ঘুমাচ্ছে বিশ্বনাথের চরিত্র, তারপর তাঁর উপরেই এসে পড়ে সকালের কাগজ। তারপর ঘুম ভেঙে খাটে বসতেই তার হাতে বাজারের ব্যাগ তুলে দেয় মিমির চরিত্র। এই মেগায় মিমিকে বিশ্বনাথের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে। এরপর বাজার করতে যাওয়ার সময় তার ছেলে বাবার কাছে ইলিশ খাওয়ার আবদার করে। কিন্তু বাজারে ইলিশের দাম শুনে চারা মাছ নিয়ে আসে। আর তা দেখে খাবার টেবিলে মন ভেঙে যায় ছেলের। এরপর স্ত্রী আর তার বাবা তাকে কটাক্ষ করে। তারপর অফিসে গিয়েও বসের বকা খেয়ে, শেষে বাড়ি ফেরার পথে ফুরিয়ে যায় স্কুটির পেট্রোল। আর তখন ভগবানকে স্মরণ করে পিছনে ফিরতেই দেখে স্কুটি স্টার্ট নিয়েছে, আর তার উপর বসে ইন্দ্রাশীষ রায়।' তাঁকে এখানে ভগবান মহাদেবের চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দিলীপ
প্রোমোটি শেয়ার করে চ্যানেলের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘এক সাধারণ মধ্যবিত্তের অসাধারণ গল্প নিয়ে আসছে ‘শ্রীমান ভগবান দাস’। রোজকার জীবনযুদ্ধের মাঝে হঠাৎ ভগবানের সামনে প্রকট হন স্বয়ং মহাদেব! তারপর? ম্যাজিক নাকি লজিক, জানতে হলে দেখুন, এই নতুন ধারাবাহিক।’