কিছুদিন আগেই শেষ হয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির শুটিং। এর মধ্যেই গতকাল, অর্থাৎ ১২ জুন ছিল বিদিপ্তা চক্রবর্তীর জন্মদিন। ফলে একবারে দুটো জিনিসের উদযাপন সারলেন দেব, বিরসা, রুক্মিণীরা। শহরের বুকের এক পাবে বসেছিল আসর। আর সেই অনুষ্ঠানের টুকরো ছবি ভাগ করে নিলেন বিরসা-বিদিপ্তা দুজনেই।
বিরসা দাশগুপ্ত এদিন ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় এক পাবে তাঁদের গোটা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর টিম উপস্থিত। টেবিলের দুই পাশে দাঁড়িয়ে দেব এবং রুক্মিণী। মাঝে কেকের সামনে ছুরি হাতে দাঁড়িয়ে বিদিপ্তা। যদিও সেই কেকে ব্যোমকেশের পোস্টার দেখা যাচ্ছে। আর হবে নাই বা কেন, এটা যে ব্যোমকেশের শুট শেষ হওয়ারও পার্টি ছিল!
এদিন বিরসা বিদিপ্তার দুই কন্যা মেখলা এবং ইদারাকেও দেখা যায়। ফ্যামিলি ফটো ফ্রেমবন্দি করতে ভোলেন না বিরসা। বাদ দেন না পর্দার হবু ব্যোমকেশকেও।
এদিনের ছবিগুলো পোস্ট করে বিরসা লেখেন 'যখন ছবির শুট শেষের পার্টি মিশে যায় স্ত্রীর জন্মদিনের সঙ্গে।' অন্যদিকে বিদিপ্তা সকলকে ধন্যবাদ জানিয়ে এদিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, 'আনন্দে বিষাদে হইহই করে জীবনের পঞ্চাশটা বছর কাটালাম। ঘটা করে জন্মদিন পালনে বরাবরই আমার একটু সংকোচ হয়। এবারে আমার খুব কাজের চাপ থাকা সত্ত্বেও মেয়েদের ও বরের কড়া নির্দেশ ছিল রাতে অন্তত কিছুটা সময় ওদের জন্যে রাখতেই হবে। অগত্যা সারাদিনের তুমুল খাটনির পরও ক্ষেপে ক্ষেপে হল আমার পঞ্চাশের জন্মদিন পালন। তাই ছবিও দেব ক্ষেপে ক্ষেপেই।'
হ্যাঁ, দেখতে দেখতে এবার ৫০ বছরে পা রাখলেন নাটকের মঞ্চের বিনোদিনী। এদিন তাঁকে ইনস্টাগ্রামে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। দিব্যাঙ্কা ত্রিপাঠী বিরসার পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন বিদিপ্তা।' দিয়া মুখোপাধ্যায়ও কমেন্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেন না।
প্রসঙ্গত দেব নিজেই কিছুদিন আগে জানিয়েছেন যে তাঁদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির শুটিং শেষ হয়েছে। এখানে পরিচালকের আসনে আছেন বিরসা দাশগুপ্ত অর্থাৎ বিদিপ্তার বেটার হাফ। নাম ভূমিকায় বলাই বাহুল্য দেব, সত্যবতী হয়েছেন রুক্মিণী। আগামী ১১ অগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগে আগেই মুক্তি পাবে এই ছবি।