একের পর এক খুশির খবর আসছে বলিউড থেকে। দিনকয়েক আগেই ছেলে হয়েছে সোনমের। মা হতে চলেছেন আলিয়া ভাট আর বিপাশা বসুও। সম্প্রতি বেবি শাওয়ারের অনুষ্ঠানে মিডিয়ার সামনে এসেছিলেন অভিনেত্রী। সেখানে তাঁর খুশি ছিল দেখার মতো। তবে মা হতে চলার এই জার্নি খুব একটা সহজ না বিপাশার কাছে। নিজের মুখেই সেকথা জানালেন এই বাঙালি অভিনেত্রী।
খবর অনেক আগেই ছিল। তবে অগস্টে মা হতে চলার খবরে শিলমোহর দিয়ে বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’ আরও পড়ুন: খারাপ খবর! বিগ বসের ফি-র ১০০০ কোটি ফিরিয়ে দেবেন সলমন, আর আসবেন না শনি-রবিবারে
সম্প্রতি নিজের স্বাস্থ্য প্রসঙ্গে বিপাশাকে বলতে শোনা গেল, ‘প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এই ভয়াবহ অভিজ্ঞতা কমতে থাকল।’ আরও পড়ুন: বিয়ের আগে ‘মা’ বাংলাদেশের নায়িকা বুবলী? প্রশ্ন উঠছে সন্তানের বাবা কে তা নিয়েও