সলমন মজা করে কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘আপনি কি তবে আমাকেও ছাড়বেন না? কী বেশ ডায়ালগ টা!’ কঙ্গনা বলেন, ‘ছেড়োঁগে তো ছোড়েঙ্গে নেহি’। এরপর সল্লু কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘যদি কেউ আপনার সঙ্গে ফ্লার্ট করেন, তাহলে?’ উত্তরে 'কুইন'ও মজা করে বলেন,‘যদি বিপরীতে আপনার মতো হ্যান্ডসাম কেউ থাকেন, তাহলে মনের কথা শুনব।’
শুরুতেই দেখা যাচ্ছে, Bigg Boss-17-র মঞ্চে এসে নিজের সঙ্গে নিজেই দর্শকদের আলাপ করিয়ে দেন। তবে সেটা সলমনের স্টাইল নকল করে। এরপর কঙ্গনার কথা শেষ না হতেই পিছু ঘুরে সল্লুকে দেখতে পান 'কুইন'। হাসতে হাসতে সেখানে ঢোকেন ‘ভাইজান’। তারপর কেমন আছেন প্রশ্ন করে সলমনকে জড়িয়েও ধরেন কঙ্গনা। এরপর সলমন মজা করে তাঁকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি তবে আমাকেও ছাড়বেন না? কী বেশ ডায়ালগ টা!’ মনে করিয়ে দিয়ে কঙ্গনা বলেন, ‘ছেড়োঁগে তো ছোড়েঙ্গে নেহি’। অর্থাৎ কেউ কিছু করলে, তিনিও ছেড়ে কথা বলবেন না। এরপর সল্লু কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘যদি কেউ আপনার সঙ্গে ফ্লার্ট করেন, তাহলে?’ উত্তরে 'কুইন'ও মজা করে বলেন, ‘যদি বিপরীতে আপনার মতো হ্যান্ডসাম কেউ থাকেন, তাহলে মনের কথা শুনব।’এমন কথায় সল্লু অবশ্য বেশ খুশিই হয়।