বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। একাধিক হিট বাংলা ছবিতে তিনি কাজ করেছেন। তবে এই নায়িকা বর্তমানে রয়েছেন চর্চায়। কারণ বেবি বাম্প-সহ ছবি ভাইরাল হয়েছে তাঁর। এদিকে এখনও তিনি অবিবাহিত। কারও সঙ্গে সম্পর্কে আছেন বলেও খবর নেই। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেসটা কী?
মঙ্গলাবর ফেসবুকে বেবি বাম্প-সহ দুটো ছবি শেয়ার করেন এই নায়িকা। আর লেখেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’ ক্যাপশন থেকে অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই সন্তানের মা হয়েছেন তিনি। আর অনেকেই দুইয়ে দুইয়ে খানিকটা চার করে ফেলেছেন। কারণ ২০২০ সালে দীর্ঘ ১১ মাস গায়েব ছিলেন তিনি। এখন অনেকেই বুঝতে পারছেন সেই সময় নায়িকা আমেরিকায় গিয়েছিলেন সন্তানের জন্ম দিতে।
বুবলি এই নিয়ে মিডিয়ার সামনে মুখও খুলেছেন। জানিয়েছেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে সুন্দর ব্যখ্যা আছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’ আরও পড়ুন: খারাপ খবর! বিগ বসের ফি-র ১০০০ কোটি ফিরিয়ে দেবেন সলমন, আর আসবেন না শনি-রবিবারে
অনেকেই জল্পনা করছেন এই সন্তানের বাবা হয়তো শাকিব খান। কারণ বছরখানেক আগে শাকিব আর বুবলীর সম্পর্কের খবর ছিল ঢাকাই ইন্ডাস্ট্রিতে। আর সবচেয়ে বড় কথা শাকিবের ছেলে আব্রাহামের জন্মদিনের দিনই বেবিবাম্পের ছবিখানা প্রকাশ্যে আনেন বুবলি। তাই অনেকেরই ধারণা শাকিবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই হয়তো এই পোস্ট। আরও পড়ুন: ‘লাল শাড়ি পরে শাকিবকে প্রপোজ করেছিলাম’, প্রাক্তন বরের প্রেমে হঠাৎ কেন গদগদ অপু?