ভিনধর্মে বিয়ে করেছিলেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ চাহাত খান্না। শোবিজের দুনিয়ায় ভিনধর্মে বিয়ে কোনও নতুন ঘটনা নয়, শাহরুখ-গৌরী থেকে সোনাক্ষী-জাহির, কিংবা সুনীল-মানা তালিকাটা লম্বা। অনেকক্ষেত্রেই দেখা যায়, ধর্ম না বদলেই বিশেষ বিবাহ আইনে বিয়ে করেন তারকারা। যদিও তেমনটা ঘটেনি চাহাতের ক্ষেত্রে।
ফারহান মির্জাকে বিয়ে করতে ইসলাম কবুল করেছিলেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়' খ্যাত অভিনেত্রী। বিচ্ছেদের পর প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ চাহাতের। তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী ফারহান মির্জা তাঁকে ধর্মান্তরিত করার জন্য 'মগজ ধোলাই' করেছিলেন, তবে তিনি এখন তার শিকড়ে (সনাতন ধর্মে) ফিরে আসতে পেরে ‘কৃতজ্ঞ’।
ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে চাহাত খান্না
টেলি টক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আধ্যাত্মিক পরিবারে বেড়ে ওঠার কথা জানান চাহান। চিত্রনাট্যকার শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন চাহাত। তবে টেকেনি সেই বিয়ে। ডিভোর্সের পর বিভ্রান্ত হয়ে পড়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখন নিজের শিকড়ে ফিরতে পেরে তিনি 'কৃতজ্ঞ'। ধর্মান্তরিত হওয়ার জন্য তার মগজ ধোলাই করা হয়েছিল কিনা জানতে চাইলে চাহাত বলেন, ‘হ্যাঁ, এক প্রকারে আমার মগজ ধোলাই করা হয়েছিল। তবে আমি জানি না সেটা তাদের ভালোর জন্য বা আমার ভালোর জন্য, কিন্তু সে কারণেই আমি বলেছি, সৌভাগ্যক্রমে আমি নিজের শিকড়ের কাছে ফিরে এসেছি’।
অভিনেত্রী বলেছিলেন যে অনেকে তাকে ধর্মান্তরিত না হওয়ার জন্য সতর্ক করেছিলেন এবং ইসলাম গ্রহণের পর তাঁকে অনেক বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছিল। চাহাত বলেন, 'আমি সনাতন ধর্মে ফিরতে পেরে খুশি। অনেক লোক আমাকে ধর্মান্তরিত হতে নিষেধ করেছিল তবে আমি শুনিনি কারণ আমি নিকাহ করতে চেয়েছিলাম। এমন নয় যে আমাকে ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল, কিন্তু আমি করেছি। এবং এর পরে আমাকে অবশ্যই বলা হয়েছিল 'তোমার দেবতার উপাসনা করো না, সম্ভবত এটি সঠিক উপায় নয়, এটি সঠিক উপায়' এবং আমি একটি হারিয়ে যাওয়া শিশুর মতো সেই পথ অনুসরণ করেছি।'
কে এই চাহাত খান্না?
২০০২ সালে ১৬ বছর বয়সে একটি চকোলেটের বিজ্ঞাপন দিয়ে শোবিজ দুনিয়ার পা দেন চাহাত খান্না। একই বছর, তিনি টিভি শো ‘সাচি বাত সবহি জাগ জানে’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি থ্যাঙ্ক ইউ এবং প্রস্থানমের মতো ছবিতে কাজ করেছেন। ২০০৬ সালে, তিনি ব্যবসায়ী ভারত নরসিংহানিকে বিয়ে করেছিলেন কিন্তু পরের বছর স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ে করেন চাহাত। তবে ২০১৮ সালে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী।
সনাতন ধর্মে ফিরে কন্যা আমাইরার নাম বদলে রেখেছেন দিত্যা। কৃষ্ণ ও কালীর উপাসক চাহাত। দুই সন্তানকে নিয়েই এখন দিন কাটছে ৩৮ বছরের চাহাতের।