আর জি কর ইস্যুতে প্রতিবাদের সুর চড়ানোয় শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং-কে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অরিজিৎ-কুণাল তরজার মাঝেই শুক্রবার সন্ধ্যায় মাথায় হাত অরিজিৎ ভক্তদের। এক্স হ্যান্ডেল থেকে গায়েব হয়ে গেল অরিজিৎ সিং-এর ব্যক্তিগত প্রোফাইল।
এক্স-এ অরিজিৎ সিং-এর একটি ভ্যারিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। যদিও সেটির দায়িত্বে রয়েছে গায়কের সোশ্যাল মিডিয়া টিম। অরিজিৎ নিজে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতেন, যে হ্যান্ডেলের নাম-'আত্মজআরজলজ', সেই প্রোফাইলটি আচমকা উধাও। এই প্রোফাইল থেকেই সাত দিনে বিচার না পেলে পথে নামার কথা বলেছিলেন অরিজিৎ। এরপর এই প্রোফাইলটা আদেও গায়কের কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল সমর্থকরা। চারদিন আগে এই প্রোফাইল থেকেই লাইভে এসে সব সন্দেহের অবকাশ ঘটান অরিজিৎ।
গতকাল নিজের এই প্রোফাইলে তালাচাবি মেরেছিলেন অরিজিৎ। মাঝেমধ্যেই এক লাখের বেশি ফলোয়ার থাকা এই প্রোফাইল প্রাইভেট করে দেন গায়ক। তবে শুক্রবার সন্ধ্যায় তা পাকাপাকিভাবে ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। ফ্যানেদের মনে প্রশ্ন, তবে কি অরিজিৎ নিজের প্রোফাইল মুছেছেন? কেউ চাইলেও অবশ্য সরাসরি অ্যাকাউন্ট ডিলিট করতে পারে না। এর জন্য এক মাসের সময়সীমা থাকে। কেউ কেউ আবার এর মধ্যে অন্য রহস্যের গন্ধ পাচ্ছে।
গায়কের উপর কি কোনও চাপ এসেছে? প্রশ্ন অনেকের মনেই। আর জি কর ইস্যুতে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। শুরু থেকেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে সরব অরিজিৎ। এদিন কুণাল অরিজিতকে তোপ দেগে লেখেন, মুম্বই অরিজিৎ-এর কর্মক্ষেত্র বলেই হাথরাস নিয়ে কিংবা সাক্ষী মালিকদের নিয়ে তাঁর বিবেক জাগেনি। কাজ, টাকা, কেরিয়ারের জন্যই চুপ থেকেছেন তিনি! কিন্তু আরজি কর ইস্যুতে ‘আর কবে’ গান তৈরি করে ফেলেছেন। সরাসরি কুণাল ঘোষকে কোনও উত্তর না দিলেও শুক্রবার দুপুরে ওই প্রাইভেট অ্যাকাউন্ট থেকেই অরিজিৎ লিখেছিলেন, ‘ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।’ এই বাগধারার মাধ্যমে কুণাল ঘোষকেই পরোক্ষে বিঁধেছেন অরিজিৎ, দাবি নিন্দকদের।
এর পরেও চুপ থাকেননি অরিজিৎ। গায়ক এদিন লেখেন, আপতত শিক্ষক দিবসের দিকে তাকিয়ে তিনি। ৫ই সেপ্টম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। অরিজিৎ আরও লেখেন, ‘মিডিয়ায় কিছু নতুন তথ্য উঠে আসছে- ফোন কলস, নীল বা সবুজ চাদর, সেমিনার হলের দুই দরজা। এটা পরিষ্কার যে কিছু তো একটা লুকানোর চেষ্টা চলছে। কিছু একটা হবেই’।
বিকাল অবধি আরজি কর ইস্যুতে একাধিক পোস্ট করার পর সন্ধ্যায় হঠাৎ করেই উধাও অরিজিতের প্রোফাইল। কেন? উত্তরের অপেক্ষা অনুরাগীরা।