বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: অরিজিতের জিয়াগঞ্জ থেকে সোজা মুম্বই, মঞ্চ কাঁপালেন মার্টিন গ্যারিক্স, গানের মাঝেই করলেন রং মাখামাখি
পরবর্তী খবর
এই তো মাত্র কয়েকদিন আগের খবর। এদেশে এসে সোজা অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে পৌছে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। সেখানেই একসঙ্গে জ্যামিং সেশনে মজতে দেখা গিয়েছিল অরিজিৎ ও মার্টিনকে। আর এবার অরিজিৎ-এর সঙ্গে মিলে মুম্বই-এর ডিওয়াই পাতিল স্টেডিয়ামের মঞ্চ কাঁপালেন মার্টিন গ্যারিক্স।
দিনটা ছিল ১৪ মার্চ, গোটা দেশ তখন হোলি উৎসবে ডুবে। ঠিক তখনই ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪৫হাজার অনুরাগীর সামনে হোলি উদযাপন করলেন এই দুই তারকা। গান গাইতে গাইতেই মঞ্চে রাখা আবির নিয়ে একে অপরকে মাখিয়ে দেন অরিজিৎ ও মার্টিন। আর সেটা দেখে তখন উল্লাসে ফেলে পড়েছিলেন উপস্থিত দর্শকরা। কিছুটা আবির দর্শকদের উদ্দেশ্যেও ছুড়ে দিয়ে দেখা গেল এই দুই তারকাকে।
আরও পড়ুন-প্রিয়দর্শনী হাকিমের আয়োজনে ইফতার পার্টিতে হাজির রচনা, রোজা শেষে জমিয়ে হল খাওয়া-দাওয়া