শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা নন, একজন অভিনেতা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন অনুরাগ কাশ্যপ। গত ৩-৪ বছর ধরে বিভিন্ন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবি ‘মহারাজা’ সিনেমায় অভিনয় করে।
সম্প্রতি অনুরাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মহারাজা ছবিতে অভিনয় করাটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সিনেমায় অভিনয় করে যে অর্থ উপার্জন করেছিলেন তিনি, সেটাই মেয়ের বিয়েতে খরচ করেছিলেন পরিচালক। তবে এত কিছুর মধ্যে সহ অভিনেতা বিজয় সেতুপতিকে ধন্যবাদ জানাতে ভোলেননি অনুরাগ।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
সাম্প্রতিক দা হিন্দুর দ্য হাডল-এ এক অধিবেশনে অনুরাগ দক্ষিণী সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, রাহুল ভাট এবং সানি লিওন অভিনীত ‘কেনেডি’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করার সময় বিজয় সেতুপতির সঙ্গে দেখা হয় তাঁর।
অনুরাগ বলেন, ‘ইমাইক্কা নোডিগালের পর আমি বেশ কয়েকটি দক্ষিণী ছবির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু প্রত্যেকটি ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করছিলাম আমি। ঠিক সেই সময় বিজয় সেতুপতির সঙ্গে আমার দেখা হয়। একটি দুর্দান্ত স্ক্রিপ্টের কথা আমায় বলেছিলেন এবং আমায় অভিনয় আমায় বলেছিলেন এবং আমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। আমি প্রথমে না বলে দিয়েছিলাম, কিন্তু পরে তাঁকে হ্যাঁ বলি।’
অনুরাগ আরও বলেন, ‘বিজয় সেতুপতির সঙ্গে কথা বলার সময় মেয়ের বিয়ের খরচের কথাও উঠেছিল। আমি ওকে বলেছিলাম, আগামী বছর মেয়ের বিয়ে হবে, আমার মনে হয় না আমি অত খরচ বহন করতে পারব। আমার কথার উত্তরে বিজয় বলেছিল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তারপরেই মহারাজা চলাকালীন আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে।’
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
মহারাজা সম্পর্কে
নিথিলান সামিনাথন পরিচালিত ‘মহারাজা’ ছবিটি ২০২৪ সালের জুন মাসে মুক্তি পায়। বিজয় সেতুপতি এবং অনুরাগ ছাড়াও, ছবিটিতে মমতা মোহনদাস, ন্যাটি সুব্রহ্মণিয়াম, অভিরামি এবং দিব্যভারতী মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বিশ্বব্যাপী ১৯০ কোটি আয় করে, যা ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে।