রেইড ২ (Raid 2) বক্স অফিস কালেকশন, ১৩তম দিন: ১ মে, শ্রমিক দিবসে মুক্তি পেয়েছিল ‘রেইড-২’। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যটিং করে চলেছে অজয় দেবগণের এই ছবি। মাঝে গতি কিছুটা শ্লথ হলেও বক্স অফিসে রেইড ২ দাপট এখনও অব্যাহত। কয়েকদিন আগেই ১০০ কোটির ক্লাবে ঢুকেছে এই ছবি, আর এবার অজয়-রীতেশের লক্ষ্য ১৫০ কোটি। বক্স অফিসে ১৩তম দিনও ছবির জন্য মোটেও আনলাকি নয়, ছিল লাকি, ১৩ দিনের মাথায় ছবির আয় দাঁড়িয়েছে ১২৯.৮৫ কোটি টাকা।
sacnilk জানিয়েছে যে রবিবার Raid 2-এর সামগ্রিক হিন্দি অকুপেন্সি ছিল ১৯.৯৯ শতাংশ। যার মধ্যে হিন্দি ভাষায় সকালের শো দেখেছেন ৬.৮১% দর্শক। দুপুরের শো দেখেছেন ৩৩.৪৪% দর্শক, সন্ধ্যের শো দেখেছেন ১৬.৩২ % দর্শক। রাতের শো দেখেছেন ২০.৮৪ % দর্শক। তাহলে চলুন জেনে নেওয়া যাক বক্স অফিসে ছবিটি এখনও পর্যন্ত কত আয় করেছে…
রেইড-২ বক্স অফিস
চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুক্তির পর থেকে Raid 2র প্রতিদিনের বক্স অফিস কালেকশন…।
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী…
১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি টাকা।
৯মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।
১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।
১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ কোটি টাকা।
১২ মে মুক্তি-র বারোতম দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৮৫ কোটি টাকা।
১৩ মে মুক্তি-র তেরোতম দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.২৫ কোটি টাকা।
অর্থাৎ ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে- ১২৯.৮৫ কোটি টাকা।
'রেইড ২'
অজয় দেবগনের এই ছবি শুরু থেকে প্রতিদিনই বেশ ভালো আয় করছে। বক্স অফিসে এখনও রয়েছে অক্ষয় কুমারের 'কেশরী ২' ও সানি দেওলের 'জাট'। তা সত্ত্বেও অক্ষয় ও সানির ছবির চেয়ে ভালো ব্যবসা করছে অজয়ের ছবি। উদ্বোধনী দিনে 'রেড ২' সংগ্রহ করেছে ১৯.২৫ কোটি রুপি।
রেইড ২তে অজয় দেবগন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। একই সঙ্গে খলনায়কের ভূমিকায় থাকা রিতেশ দেশমুখ নিজের কালো টাকা ঢাকতে আপ্রাণ চেষ্টা করেন। ছবিতে বাণী কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।