গায়ক-সুরকার অঙ্কিত তিওয়ারির স্টেজ পারফরমেন্সের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, গায়কের টিমের এক ক্যামেরাম্যান মঞ্চে অজ্ঞান হয়ে যাওয়ার পরে, তিনি কনসার্ট মাঝপথে বন্ধ করে দেন। কনসার্টটি ৮ জুন মুম্বাইয়ের কার্টার রোড অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হয়েছিল। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে, গায়ক-সুরকারকে মাটিতে পড়ে থাকা ক্যামেরাপারসনের দিকে ছুটে যেতে দেখা যায়।
অঙ্কিত তখন তার ক্যামেরাম্যানকে জল দেওয়ার জন্য তার লাইভ কনসার্টের মাঝপথে থামিয়ে দেন এবং তাঁকে জিজ্ঞেস করেন, সে ঠিক আছে কি না। 'সুন রাহা হ্যায়' হিটমেকারের নিজের টিমের কর্মীর প্রতি এমন সহানুভূতি দেখানোর জন্য প্রশংসা করছে নেট-নাগরিকরা।
আরও পড়ুন: ফেসবুকে ‘বিদায়’ লেখেন সোমবার দুপুরে, ২৪ ঘণ্টা পেরনোর আগেই বড় পদক্ষেপ ঝিলমের
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এরই নাম মানবতা’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘তিনি একজন রত্ন’। ভিডিয়োটিতে তৃতীয় মন্তব্য পড়ে, ‘মানুষ কেমন তা বিপদেই বোঝা যায়’।
দেখুন সেই ভিডিয়োটি-
একসময় কম ওঠাপড়া আসেনি অঙ্কিত তিওয়ারির জীবনে। ২০১৪ সালে কেরিয়ারের একদম পিকে ছিলেন তিনি। 'এক ভিলেন', 'আশিকি ২', 'সিংঘম রিটার্নস' এর মতো সব ব্লকব্লাস্টার ছবিতে সুর দিয়ে ফেলেছিলেন। সেই সময়তেই অঙ্কিতার প্রাক্তন প্রেমিকা তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। ২
২০১৪ সালে মুম্বইয়ের ভার্সোভা থানা এলাকায় অঙ্কিত গ্রেফতার হন ধর্ষণের অভিযোগে। পরে অবশ্য জামিনে ছাড়াও পান তিনি। এরপর মামলা দায়ের হয় তাঁর নাম। এরপর ২০১৭ সালের এপ্রিল মাসে প্রমাণের অভাবে তাঁকে এই মামলা থেকে মুক্তি দেয় আদালত।
আরও পড়ুন: সম্পর্ক রাখে না মা! দীপঙ্করের মা-বাবার সঙ্গে জন্মদিন পালন অহনার, চুমু গালে
সেই সময় অঙ্কিতকে বলতে শোনা গিয়েছিল, 'মানুষজন আমার সঙ্গে স্রেফ কাজ করা বন্ধ করে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন। কেউ কোনও কারণও অবশ্য দেননি। শুধু দেখতাম, বহু প্রজেক্ট থেকে পরপর আমার নাম ছেঁটে ফেলা হচ্ছে। এমনও হয়েছে প্রস্তাব পাওয়া কোনও কাজ প্রায় শেষ করে এনেছি, সেটিও বাতিল হয়ে গিয়েছিল। বহু বহু লোকসান হয়েছে।'
আরও পড়ুন: প্রথম বিয়ে রাখেন লুকিয়ে! মার্চে বাগদান হয় সিদ্ধার্থের সঙ্গে, কী বলছেন অদিতি?