সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি-র পর বিশেষ করে আলোচনায় উঠে এসেছেন অদিতি রাও হায়দারি। এমনিতেই বরাবরই তাঁর সৌন্দর্যের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা নেহাত কম ছিল না! তবে হীরামান্ডি যেন সেই জনপ্রিয়তাকে আরও উপরে নিয়ে গিয়েছে। তবে ২০২৪ সাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ অদিতির কাছে আরও একটি কারণের জন্য। চলতি বছরেই তিনি আংটি বদল করেছেন দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে।
সিদ্ধার্থকে নিয়ে অদিতি:
অদিতি এবং সিদ্ধার্থ মার্চ মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের বাগদানের ঘোষণা করেছিলেন। ক্যাপশনে অদিতি লেখেন, ‘ও বলেছে হ্যাঁ! এনগেজড।’ সিদ্ধার্থও অনুরূপ একটি পোস্টে লিখেছিলেন, ‘ও হ্যাঁ বলেছে’।
আরও পড়ুন: ‘লোকটা আমার বর…’! সুদীপের দ্বিতীয় বউ, ২৪ বছরের ছোট, ছবি দিয়ে কী লিখলেন পৃথা
বাগদানের ঘোষণার পরেই অদিতি হীরামন্ডির কাজে ডুব দিয়েছিলেন। তারপরে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন।
পেশাগত জীবনের চাহিদার সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য কীভাবে সাজাচ্ছেন জানতে চাইলে এই সাক্ষাৎকারে অদিতি বলেন, ‘বর্তমানকে উপভোগ করার মাধ্যমে। একসঙ্গে হাসতে হাসতে। আমাদের চারপাশে যাই ঘটুক না কেন আমরা একই দলে আছি তা জেনে।’
আরও পড়ুন: ‘মমতা মাসি, কাজের মাসি…’! রেগেমেগে কী জবাব দিলেন পরমব্রত-পত্নী পিয়া
অদিতি ও সিদ্ধার্থ বরাবরই চাপা নিজেদের সম্পর্ক নিয়ে। তবে ধারণা করা হয়, ধারণা করা হচ্ছে, ২০২১ সালে 'মহা সমুদ্রম' ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন দু'জনে। প্রেমিকের নামে অদিতিকে আরও বলতে শোনা যায়, ‘আমি তার অপরিসীম প্রতিভা, তার সততাকে শ্রদ্ধা করি। একজন শিল্পী হিসেবে যতটা, ততটাই একজন ভালো মানুষ হিসে। আমি জানি ও সবসময় আমার ভালো চায়।’
আরও পড়ুন: ‘সব ধ্বংস হয়ে গেল’! বিদায় নিলেন ইউটিউবার ঝিলম গুপ্ত, আর বানাবেন না ভিডিয়ো
অদিতির প্রথম বিয়ে:
১৯৭৮ সালে জন্ম আদিতি রাও হায়দারির। ২০০৪ সালে ও ২০০৯ সালে রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ২০০২ সালে সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে করেছেন তিনি। যিনি পেশায় একজন আইনজীবী। একসময় অভিনয়ও করতেন। ২০১২ সাল অবধি নিজের বৈবাহিকজীবন নিয়ে কথা বলতে চাননি। তবে ২০১৩ সালে অদিতি জানান, তিনি ও সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন। মাত্র ১৭ বছর বয়সে তাঁদের আলাপ ও প্রেম। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেন। তবে অভিনেত্রী হওয়ার চেষ্টায় ছিলেন বলে বিয়েটা গোপন করে যান। এরপর অদিতির প্রথম স্বামী সত্যদীপ বিয়ে করেন নীনা গুপ্তার মেয়ে, ফ্যাশন ডিজাইনার মাসাবাকে।
কাজের সূত্রে, অদিতিকে আগামীতে কাজরি বব্বর পরিচালিত লায়নেস ছবিতে দেখা যাবে। ‘এই প্রজেক্টের শিরোনাম একজন ব্রিটিশ-পাঞ্জাবি অভিনেত্রী পাইগে সান্ধু এবং আমি। এটি প্রায় এক শতাব্দীর ব্যবধানে বসবাসকারী দুজন মহিলার একটি অসাধারণ গল্প এবং কীভাবে তাদের জীবন এক সুতোয় জড়িয়ে যায়, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করে।’