টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দিতা রায়চৌধুরী। দেশের মাটি থেকে শুরু করে গুড্ডি, ধুলোকণা-র মতো একাধিক জনপ্রিয় মেগায় কাজ করেছেন। অভিনেত্রী শেয়ার করে নিলেন হঠাৎ ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা। চার মাস ধরে কাচের টুকরো ঢুকে ছিল তাঁর হাঁটুতে। যা নাকি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। তবে এখন তা বের করা হয়েছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও সুস্থ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
অনিন্দিতা সামাজিক মাধ্যমে লিখলেন, ‘কটি কাঁচের টুকরো হাঁটুর ভেতরে প্রায় চার মাস ধরে আমাকে ঘুণাক্ষরেও জানতে না দিয়ে তার স্বর্গ বানাচ্ছিল, সম্পূর্ণ তৈরি হওয়ার আগের মুহূর্তেই তাকে গোড়া থেকে উৎখাত করা গেছে!! আমার এবং আশেপাশের সকলের একটি শিক্ষা হলো...’ আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আর্শীবাদ নিয়ে চারহাত এক হল মিষ্টি-রেমোর,হাজির তৃনীল-দেবচন্দ্রিমারা
এবার সঙ্গে জুড়ে দেব, ‘আমি এমনিতে সুস্থ আছি, কটা দিন পা যেহেতু কম চলবে, মুখ বেশি চলবে। সুদীপ সরকার ওকে বাই গুডনাইট।’
আরও পড়ুন: জি ফাইভের সঙ্গে কয়েক কোটির ডিল সলমনের, কী সুবিধে পাবেন ভাইজানের ভক্তরা?
অনিন্দিতার পোস্টে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী ও অনুরাগীরা। কমেন্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখলেন, ‘জলদি সেরে ওঠো’। মিমি কমেন্টে শেয়ার করে নিয়েছেন লাল হার্টের ইমোটিকন। এক অনুরাগী মন্তব্য করলেন, ‘কী সাংঘাতিক দিদি। নিজের যত্ন নাও।’ আরেকজনের মন্তব্য, ‘কাচের টুকরটা ঢুকলো কীভাবে। উফফ.. সাবধানে থাকো। আর @সুদীপ_সরকার মুখ চলবে মানে বুঝতে পারছো তো…’ আরও পড়ুন: ‘বোরখা পরেছে নাকি?’ হুড লাগানো চকচকে গাউনে কানের লাল গালিচায় ঐশ্বর্য! হল নিন্দে
পাঁচ মাস ধরে প্রেম করার পর ভরা করোনার সময়তেই বিয়ে করেন সুদীপ আর অনিন্দিতা। ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের দিন গাঁটছড়া বাঁধেন তাঁরা। কলকাতার এক হোটেল ভাড়া করে হয় বিয়ের অনুষ্ঠান। আংটি বদল, সিঁদুরদান, মালাবদল আর আইনি সইসাবুদ করে চার হাত এক হয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )