রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি খুব তাড়াতাডি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বর্তমানে চলছে তাঁদের বিয়ের নিমন্ত্রণ পর্ব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনন্ত-রাধিকার বিয়ের কার্ডও। আর রূপোয় মোড়া সেই নিমন্ত্রণপত্র নিয়েই কাছের বন্ধু সলমন খানের বাড়িতে হাজির হন হবু বর অনন্ত।
ব্যক্তিগত ভাবে রাধিকা ও তাঁর বিয়েতে আমন্ত্রণ জানাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান অনন্ত। তাঁর পরনে ছিল বেগুনি রঙের পোশাক। ভাইজানের বাড়ির সামনে বুধবার সন্ধ্যায় আম্বানিদের গাড়ি দেখা যায়।
আরও পড়ুন: বড়লোক বাড়ির মেয়ে, হবেন আম্বানিদের বউমা, বিয়ে নিয়ে সাক্ষাৎকারে কী বললেন রাধিকা
রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির বিয়ের কার্ড
তাঁদের বিয়ের কার্ডের একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবারের আমন্ত্রণপত্রটিও বেশ জমকালো। এর আগে আম্বানিদের যে সমস্ত ইভেন্ট হয়েছিল, সেই অনুষ্ঠানগুলির আমন্ত্রণ পত্রগুলির মতো এই আমন্ত্রণ পত্রটিও হিন্দু দেব-দেবীদের মূর্তি এবং মোটিফ দিয়ে কাজ করা। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি লাল বাক্স। সেই বাক্সটির মধ্যে থেকে একটি ক্ষুদ্র রূপালী মন্দির বেরিয়ে আসেছে এবং ব্যাকগ্রাউণ্ডে ভক্তিমূলক সঙ্গীত বাজছে।
এরপর ভিডিয়োয় বিয়ের মূল কার্ডটি দেখানো হয়েছে। এই কার্ডটিতে সূক্ষ্ম ডিজাইন করা অনেকগুলি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠাতেই হিন্দু দেব-দেবীদের ছবি রয়েছে, যার মধ্যে রয়েছেন ভগবান গণেশ, রাধা-কৃষ্ণ, দেবী দুর্গা, দেবী লক্ষ্মী।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিয়েতে সারা ও তাঁর ভাই! আর কোন কোন তারকা আছেন অতিথি তালিকায় ?
অনন্ত এবং রাধিকার বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে বেশ কিছু উপহারও দেওয়া হয়েছে। ভিডিয়োটিতে 'AR' নামের আদ্যক্ষর-সহ একটি এমব্রয়ডারি করা কাপড়, হিন্দু দেবদেবীর আরও কয়েকটি মূর্তি, একটি নীল রঙের শাল এবং মিষ্টি একটি বাক্সও দেখা গিয়েছে।
রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির প্রাক-বিবাহের অনুষ্ঠান সম্পর্কে
প্রসঙ্গত, ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত ও রাধিকার প্রথম প্রাক-বিবাহ আসর। সেখানে বানিজ্য জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত সব ব্যক্তিত্বরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ক্রিকেটারাও।
এরপর, তাঁদের দ্বিতীয় প্রাক-বিবাহের আসর বসেছিল ইতালিতে। অনন্ত-রাধিকা সব অতিথিদের নিয়ে সিসিলির পালেরমোতে থেকে তাঁদের যাত্রা শুরু করেছিলেন। ইতালীয় উপকূলের মধ্যে দিয়ে ক্রুজ যাত্রা করার সময় প্রথম রাতে একটি স্টারি-নাইট থিম পার্টির আয়োজন করা হয়েছিল। ইভেন্টে ব্যাকস্ট্রিট বয়েজের একটি পারফর্মেন্সও ছিল। ভোগের রিপোর্ট অনুযায়ী, তাঁরা দ্বিতীয় দিন রোমে কাটিয়েছেন। সেখানে একটি টোগা পার্টির আয়োজন করা হয়ে ছিল, ডেভিড গুয়েটার উপস্থিতিতে সেই পার্টি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। তৃতীয় দিনে, পার্টিটি কানের শ্যাটো দে লা ক্রোইক্স ডেস গার্ডেসে একটি মাস্করেড বলের আয়োজন করা হয়েছিল। সেখানে, কেটি পেরির পারফর্ম করেন। তাছাড়া আতশবাজিও ফাটানো হয়েছিল। তাছাড়া পিটবুলও একটি কনসার্ট করেন। ইভেন্টের শেষ রাতটি ছিল খাবারের স্টল-সহ একটি উন্মুক্ত বাজার যেখানে কিংবদন্তি ইতালীয় টেনার আন্দ্রেয়া বোসেলি পারফর্ম করেছিলেন।