বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan-KBC: কারও নাম ভুলে গেলে কী করেন অমিতাভ? কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ফাঁস করলেন ট্রিকস!
পরবর্তী খবর
Amitabh Bachchan-KBC: কারও নাম ভুলে গেলে কী করেন অমিতাভ? কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ফাঁস করলেন ট্রিকস!
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2023, 09:33 PM ISTSubhasmita Kanji
Amitabh Bachchan-KBC: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ব্যক্তিগত নানা তথ্য নানা সময়ে জানিয়েছেন অমিতাভ। এবার জানালেন তিনি যখন কারও নাম ভুলে যান তখন কী করেন।
কারও নাম ভুলে গেলে কী করেন অমিতাভ?
অমিতাভ বচ্চন যে কেবল কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক সেটা নয়, তিনি এই শোয়ের প্রাণ। শো সঞ্চালনা করার সময় তিনি যেমন অংশগ্রহণকারীদের সঙ্গে মজা করেন, তেমনই নানা সময় কথায় কথায় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানান। এদিনও তার অন্যথা হল না। অমিতাভের উল্টো দিকে এদিন হট সিটে বসেছিলেন সুমিত রাঘবন। তিনি এদিন অমিতাভকে জিজ্ঞেস করেন যে তিনি যখন কারও নাম ভুলে যান কী করেন।
কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভ বচ্চন
এদিন অভিনেতা সুমিত রাঘবন খেলতে এসেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। তিনি এদিন বিগ বিকে জিজ্ঞেস করেন, 'যখন কারও নাম ভুলে যান তখন কীভাবে ম্যানেজ করেন?' উত্তরে অমিতাভ বচ্চন বলেন, 'এটা আমার সঙ্গে হামেশাই হয়। রোজ রোজ এত মানুষের সঙ্গে মোলাকাত হয়ে সবার নাম তো আর মনে রাখা যায় না। আবার তাঁকে বলাও যায় না তোমার নাম কী যেন। এটা খুব খারাপ লাগে। তবে এই পরিস্থিতি কী করে ট্যাকেল করা উচিত সেটা আমি শশী কাপুরের থেকে শিখেছি।'
বিগ বি কথা প্রসঙ্গে আরও বলেন, 'ওঁর একটা দারুণ পদ্ধতি ছিল। হ্যালো, কেমন আছ? আমি শশী কাপুর। কেউ এটা যখন বলছেন তখন উল্টো দিকের মানুষটাকেও তাঁর নাম বলতেই হতো। এভাবেই ম্যানেজ করি।'