আরও একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে স্টার জলসায়। তবে এবার আর তেমন কোনও চেনা ছকের গল্প নয়। একটু অন্যধরনের রহস্যের টাচ নিয়ে আসছে ‘তুমি আশেপাশে থাকলে’। এই ধারাবাহিকেই প্রথমবার জুটি বাঁধবেন অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্য। ছোট পর্দায় এটা অভিনেত্রীর প্রথম কাজও বটে। সেই ধারাবাহিক শুরু হওয়ার আগেই হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হয়েছিলেন অঙ্গনা। জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
শুভ বিজয়া
অঙ্গনা: শুভ বিজয়া, কেমন আছ?
ভালো আছি, নতুন টিমের সঙ্গে কাজ করতে কেমন লাগছে? অভিজ্ঞতা কেমন?
অঙ্গনা: অনুপম দার (অনুপম হাঁড়ি) সঙ্গে আমি আগেও কাজ করেছি। তবে টেলিভিশনে এই প্রথমবার। এটা একদম নতুন একটা সফর আমার কাছে। টিমটাও ভীষণ ভালো। খুব মজা করে আমরা কাজটা করছি।
রোহনের সঙ্গে বন্ধুত্ব হল?
অঙ্গনা: হ্যাঁ, গত বছর আমরা একটা মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলাম। এবার ধারাবাহিকে। রোহন দা ভীষণই ভালো মানুষ। খুব ভালো লাগছে কাজ করতে।
সিনেমা, সিরিজের পর এবার ধারাবাহিক। কতটা আলাদা এই মাধ্যম?
অঙ্গনা: প্রতিটা মাধ্যমই একে অন্যের থেকে আলাদা হয়। তবে এই ধারাবাহিকের সঙ্গে আমার বিনোদনের সমস্ত মাধ্যমে কাজ করা হয়ে যাবে। আমি বহুদিন ধরেই ছোট পর্দায় কাজ করতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা গল্পের জন্য অপেক্ষা করছিলাম যা একদম আলাদা হবে। যেটা শুনে মনে হবে হ্যাঁ, এটাই তো করতে চেয়েছিলাম। এই গল্পটা ঠিক তাই ছিল। আর এখন আমি একটা লম্বা সময়ের জন্য কমিট করতেও প্রস্তুত ছিলাম।
প্রোমো দেখেই বোঝা যাচ্ছে যে গল্পটা বেশ আলাদা হতে চলেছে, কোনও ভৌতিক ছোঁয়া আছে তাই না?
অঙ্গনা: এইটা তো এখন বলা যাবে না। সেটা দুদিন পরই জানা যাবে। তবে হ্যাঁ, আমরা সেই মুড তৈরি করতে চেয়েছিলাম। ছোটবেলায় হিন্দি ধারাবাহিক দেখে যেমন অনুভূতি হতো এই কাজটা করতে গিয়েও সেই অনুভূতি হচ্ছে। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার প্রথম ধারাবাহিক সবার মনে ধরবে।
প্রথম ধারাবাহিক নিয়ে কোনও চাপে আছেন?
অঙ্গনা: একেবারেই না। আসলে এটা আমার কাছে একেবারেই ক্লিন স্লেট। আমি আমার সেরাটা দিচ্ছি, দেব। তারপর দেখা যাক।