গত ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে আহান পান্ডে অভিনীত ছবি ‘সাইয়ারা’। এই সিনেমায় অভিনয় করে নবাগত অভিনেতা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকে আবার এই সিনেমাটির সঙ্গে ‘কহ না পেয়ার হে’ সিনেমারও তুলনা করতে শুরু করেছেন। তুলনা চলছে হৃতিক রোশনের সঙ্গেও।
অনেকেই বলছেন ২০০০ সালে ‘কহ না পেয়ার হে’ ছবির হাত ধরে যেভাবে হৃতিক জনপ্রিয় হয়েছিলেন ঠিক সেভাবেই এবার জনপ্রিয় হলেন আহান। আহান হতে চলেছেন আগামী দিনের সুপারস্টার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ‘কহ না পেয়ার হে’ অভিনেত্রী আমিশা প্যাটেল।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
সম্প্রতি X হ্যান্ডেলে আস্ক মি অ্যানিথিং সেশনে হৃতিকের সঙ্গে আহানের তুলনা করায় অভিনেত্রী বলেন, ‘আমি এখনও সিনেমাটি দেখিনি। তবে ওদের দুজনকেই আমার শুভকামনা। আমার মতে আহান একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা। কিন্তু বাপ তো বাপ হে, বেটা তো বেটা হি হোগা। ডুগ্গু অনেক তারকাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন।’
তবে এই প্রথমবার নয়, এর আগে মুম্বইয়ে ছবি শিকারীরা দুই ছবির মধ্যে তুলনা টানলে আমিশা বলেন, ‘সবার আগে একটা কথাই বলতে চাই আমি নবাগতদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি এখনও সিনেমাটি দেখিনি, আমার পরিচিত বা বন্ধুবান্ধব কেউ দেখেনি। তাই সিনেমাটি সম্পর্কে কিছু বলা ভুল হবে। তবে এই তুলনা শুধু এখন নয় ছবি মুক্তির আগে থেকেই দেখছি অনেকেই দুটি সিনেমার মধ্যে তুলনা টেনে আনছেন।’
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
অভিনেত্রী আরও বলেন, ‘একজন নবাগতের সিনেমার সঙ্গে একটি কাল্ট ফিল্মের তুলনা করা হচ্ছে। ২৫ বছর ধরে একটি সিনেমা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, তাই সেই সিনেমাগুলির সঙ্গে এই সিনেমার তুলনা চলে না।’
প্রসঙ্গত, ‘সাইয়ারা’ মাত্র এক সপ্তাহে ১৫০ কোটি ছাপিয়ে গিয়েছে। সম্প্রতি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির লাইফ টাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে এই ছবিটি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’ ছবিকেও ছাপিয়ে যাবে সাইয়ারা।