ইন্ডাস্ট্রিতে তিনি যখন প্রথম কাজ করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৯ বছর। পরিচালক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে কাজ শুরু করেছিলেন আলিয়া ভাট। এবার নতুন প্রজন্মের তরুণ তরুণীদের সুযোগ করে দেওয়ার জন্য এগিয়ে এলেন তিনি।
জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োর সঙ্গে কাজ করতে চলেছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিয়োর সঙ্গে কাজ করেছিল আলিয়ার সংস্থা।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
বন্যপ্রাণের চোরাশিকার নিয়ে তৈরি একটি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিয়োয়, যার নাম ছিল ‘পোচার’। সিরিজটি প্রযোজনা করেছিল আলিয়ার প্রযোজনা সংস্থা। এবার নবাগতদের নিয়ে নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছেন আলিয়া।
সূত্র অনুযায়ী জানা গেছে, চারজন তরুণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হবে এই সিরিজ। সিরিজের গল্প তৈরি হবে কলেজ ক্যাম্পাসকে ঘিরে। ইতিমধ্যেই প্রাক প্রযোজনা পর্বের কাজ শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে শ্যুটিং শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তবে শুধু এই সিরিজটি নয়, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটের দুটি সিরিজ প্রযোজনা করতে পারেন আলিয়া। বহিরাগত তরুণ তরুণীদের এইভাবে জায়গা করে দেওয়ার খবর শুনে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। এমন উদ্যোগ যদি সকলে নেয়, তাহলে আগামী দিনে ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের জায়গা করে নিতে লড়াই করতে হবে না।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার ১৪ এপ্রিল ছিল আলিয়া এবং রণবীরের তৃতীয় বিবাহ বার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘বাড়ি, সব সময়। হ্যাপি ৩’। আলিয়ার পোস্টে তাঁর ননদ এবং শাশুড়ি কমেন্ট করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন।
উল্লেখ্য, এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত আলিয়া এবং রণবীর। সিনেমায় দেখা যাবে ভিকি কৌশলকেও। সিনেমাটি খুব সম্ভবত আগামী বছর মুক্তি পাবে বড় পর্দায়।