
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আকাশ আট চ্যানেলে কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক আদালত ও একটি মেয়ে। ধারাবাহিকটি শুরু হওয়া থেকেই একাধিক বিতর্ক উসকে গিয়েছিল। মূলত এই ধারাবাহিকের পোস্টার দেখে অনেকেই ট্রোল করেছিলেন। অবশেষে এতদিন পর সেই ট্রোল নিয়ে মুখ খুললেন কঙ্কনা হালদার।
সম্প্রতি কঙ্কনা হালদারের মুখোমুখি হয় হিন্দুস্তান টাইমস বাংলা। তখন তাঁকে যখন জিজ্ঞেস করা হয় প্রথম ধারাবাহিকেই এত ট্রোল্ড হলেন, সেটা কীভাবে হ্যান্ডেল করেছিলেন কঙ্কনা বলেন, 'আমাকে অনেকেই প্রথমে বলে দিয়েছিলেন যে ট্রোলের মুখে পড়তেই হবে যাই করি না কেন। তাই নিজেকে এসব থেকে দূরেই রেখেছি। খুব বেশি গায়ে মাখিনি।' কিন্তু নেটিজেনদের মতে আপনার চরিত্র যে একজন উকিলের সেটা বোঝানোর কি আর অন্য কোনও উপায় ছিল না? এই উত্তরে অভিনেত্রী ট্রোলারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, 'যাঁরা আমায়, এই ধারাবাহিকের পোস্টারকে ট্রোল করছিলেন তাঁদের থেকে জানতে চাই, আজ যদি নরমাল পোশাক বা মাথায় পালক না লাগিয়ে ছবি তুলে সেটাকে পোস্টার বানানো হতো তাহলে গল্পের মূল বিষয়বস্তু কি পৌঁছানো যেত দর্শকদের কাছে? বোঝানো যেত যে একজন আদিবাসী মেয়ে উকিল হয়েছে? আর কি কোনও উপায় আছে, জানি না তবে।'
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
আরও পড়ুন: 'সবাই আমায় ছিঁড়ে ফেলত...' কাবুলিওয়ালা করার আগে কেন ভয় পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী?
আদালত ও একটি মেয়ে ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে দুর্গা সোরেনকে ঘিরে, সে একজন আদিবাসী মেয়ে হয়েও কী করে ওকালতি পেশায় আসে, কীভাবে সমাজের প্রান্তিক মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়ে সেই গল্পই বলে এই ধারাবাহিক। এখানে দুর্গার সঙ্গে দুজন আরও গুরুত্বপূর্ণ চরিত্র আছে, প্রথমজন নয় প্রথম দল হল একদল অনাথ শিশু, আর দ্বিতীয়জন হলেন স্থানীয় গুন্ডা মুন্না ভাই। এখানে কঙ্কনা হালদার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে আছেন কৃষ্ণকিশোর, সাগ্নিক, অভিজিৎ গুহ প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports