সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে অজয় দেবগণের আসন্ন ছবি 'রানওয়ে ৩৪'। ছবিতে জেট এয়ারওয়েজের দোঁহা-কোচি ফ্লাইটের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি, এই ছবির ট্রেলার লঞ্চ করলেন অজয়। সেখানেই সংবাদমাধ্যমদের সঙ্গে কথা বলাকালীন 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মুখ খোলেন তিনি।ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অজয়কে জিজ্ঞেস করা হয়েছিল, ইদানিং সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরির ট্রেন্ড শুরু হয়েছে। তার অন্যতম নিদর্শন 'দ্য কাশ্মীর ফাইলস'।বক্স অফিসে এই ছবির সফলতাও অবাক করে দেওয়ার মতো। তা পর্দায় এইরকম সত্য ঘটনার কথা তুলে ধরে আরও বেশি সংখ্যক দর্শক টানার চেষ্টা করছেন নির্মাতারা?জবাব দিয়েছেন অজয়। ' না, না সেরকম কিছু নয়। তবে যে ব্যাপারটির কথা আপনি উল্লেখ করলেন তা কিন্তু শুধু আমাদের দেশেই নয়, গোটা পৃথিবীতেই হচ্ছে। আমি নিজেও এর আগে সত্যি ঘটনা অবলম্বনে ছবি করেছি। বিপ্লবী ভগৎ সিং-এর বায়োপিক 'দ্য লেজেন্ড অফ ভগৎ সিং'-এ অভিনয় করেছি। অনেক সময় যখন আপনি সত্যি কোনও ঘটনা শোনেন এবং তা এতটাই চমকপ্রদ হয় যে আপনার মনে হতে শুরু করে সুদূর কল্পনাতেও এরকম ঘটনার কথা আপনি চিন্তা করেননি। এমন নয় যে ছবি তৈরির জন্য আপনাকে দারুণ কোনও সত্যি ঘটনার খোঁজ সবসময় চালিয়ে যেতে হবে। যেটা হয় তা হল মাঝেমধ্যে এমন কোনও সত্যি ঘটনার আপনি সন্ধান পেলেন যে শুনে মনে আপনার মনে হবে যে এই ব্যাপারটির কথা বাকি সকলকে জানানো উচিত। আমাদের এই ছবির ক্ষেত্রেও একেবারে ঠিক তাই হয়েছে। নইলে তো সাধারণত আমরা গল্প লিখেই ছবি বানাই।' ছবিতে অজয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন,রকুল প্রীত সিং এবং বোমান ইরানি-কে। আগামী ২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'রানওয়ে ৩৪'।