সাধারণত তিনি সেলফি তোলেন না। তবে মেয়ের জন্য যে কোনও আর ৫জন বাবার মতোই তিনি সবকিছু করতে রাজি। অভিনেতা অজয় দেবগণের কথা বলছিলাম। মেয়ে নাইসার জন্যই সেলফি তুলতে দেখা গেল অজয়কে। ২০ এপ্রিল মেয়ের জন্মদিনে সেই ছবি পোস্ট করে নাইসাকে একরাশ ভালোবাসায় ভরিয়ে দিলেন অজয় দেবগন।
নিজের পোস্টে কী লিখেছেন অজয়?
‘সিংহম’ অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে নাইসা দেবগনের সঙ্গে একটি মিরর সেলফি শেয়ার করেছেন তাঁর জীবনেক এই বিশেষ দিনে। ছবিতে, বাবা-মেয়ের এই জুটিকে হাসিমুখে সেলফি তুলতে দেখা যাচ্ছে। অজয় সেই পোস্টের ক্যাপশানে লেখেন, ‘সেলফি তোলা হয় কারণ নাইসা না শুনতে চায়না। সবসময় স্মৃতি ধরে রাখার জন্য ধন্যবাদ… জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার সোনা! তোমাকে অসীম ভালোবাসা। @nysadevgan’ । মেয়েকে নিয়ে অজয় দেবগণের এই ভালোবাসামাখা পোস্টে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন-বক্স অফিসে মন্দ ব্যাটিং করছে না অক্ষয়ের কেশরী ২, ছবির আয় কত? জাট ও সিকন্দরের কী হাল?
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ১৯৯৯ সালে কাজলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অজয় দেবগন। কাজল-অজয়ের দুই সন্তান রয়েছে। ২০০৩ সালে জন্ম হয় তাঁদের মেয়ে নাইসার। এরপর ২০১০ সালে জন্ম হয় ছেলে যুগ-এর।
অজয় দেবগনের সিনেমা
এদিকে, কাজের ক্ষেত্রে, অজয় সর্বশেষ দেখা গিয়েছএ ‘আজাদ’ ছবিতে। যেটি কিনা একটা পিরিয়ড ড্রামা। যেটি স্বাধীনতা-পূর্বে ভারতের প্রেক্ষাপটে নির্মিত। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় দেবগনকে একজন বিদ্রোহী এবং দক্ষ ঘোড়সওয়ার হিসেবে দেখা গিয়েছে। চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘আজাদ’(২০২৫)।
‘আজাদ’ ছাড়াও, অজয়কে গত বছর ‘সিংহম আগেইন’ ছবিতেও দেখা গিয়েছে। যা গত বছর দীপাবলীতে ‘ভুল ভুলাইয়া ৩’ এর সঙ্গে মুক্তি পেয়েছিল। ঘটনাচক্রে দুটি ছবিই বক্স অফিসে অসাধারণ সাফল্য পায়।
খুব শীঘ্রই অভিনেতা অজয় দেবগনকে ‘রেইড ২’ ছবিতে দেখা যাবে। যেখানে তিনি নির্ভীক আয়কর কর্মকর্তা অময় পটনায়কের ভূমিকায় ফিরে আসছেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ছবিটি ১ মে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেইড’। সেই ছবিতে সৌরভ শুক্লা এবং ইলিয়ানা ডি'ক্রুজও অভিনয় করেছিলেন। এটা ১৯৮০-এর দশকে আয়কর বিভাগের কর্মকর্তাদের এক অভিযানের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। ইলিয়ানা সেই ছবিতে অজয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।