
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্যই সিনে জগতে পা রাখলেন অগস্ত্য নন্দা। দ্য আর্চিস ছবির মাধ্যমে ডেবিউ সারলেন অমিতাভ বচ্চনের নাতি। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি দ্য আর্চিস। ওয়েব মাধ্যমে পা রাখতে না রাখতেই বড় পর্দা থেকে ডাক পেলেন তিনি। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে শীঘ্রই অগস্ত্যকে বড় পর্দায় দেখা যাবে। শ্রীরাম রাঘবনের এক্কিশ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই ছবিতে দেখানো হবে ১৯৭১ সালের যুদ্ধের অন্যতম হিরো অরুণ ক্ষেত্রপালের জীবনী। এখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে। আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই অগস্ত্য এই ছবির শুটিং শুরু করে দেবেন বলেই জানা গিয়েছে।
সূত্রের তরফে জানানো হয়েছে আগামী বছর থেকে অগস্ত্য এই এক্কিশ ছবির শুটিং শুরু করবেন। তাঁর কথায়, '২০২৩ সালটা অগস্ত্য নন্দার জন্য দারুণ কাটল। এই বছর যে কেবল বলিউডে তিনি ডেবিউ করলেন এমনটা একেবারেই নয়, তিনি শ্রীরাম রাঘবনের একটি ছবিও সই করে ফেলেছেন। ইতিমধ্যে উনি একাধিক ওয়ার্কশপ অ্যাটেন্ড করে ফেলেছেন। তিনি নিজেকে প্রস্তুত করে তুলছেন ভারতের অন্যতম জনপ্রিয় যুদ্ধের নায়ক অরুণ ক্ষেত্রপালের গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য।'
আরও পড়ুন: এশিয়ার সেরা ৫০ তারকার তালিকায় ভারতের জয়জয়কার! প্রথম স্থানে শাহরুখ, দ্বিতীয়-তৃতীয় হলেন কারা?
আরও পড়ুন: টলিউডের হাল ফেরাতে দর্শকদের কাছে দরবার প্রসেনজিতের, কাতর আর্তি জানিয়ে কী বললেন?
প্রসঙ্গত, আগামীতে শীঘ্রই মুক্তি পাচ্ছে শ্রীরাম রাঘবনের ছবি মেরি ক্রিসমাস মুক্তি পাচ্ছে। ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবিটি ২০২৪ সালের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। এই ছবিটি মুক্তি পাওয়ার পরই শ্রীরাম অগস্ত্যর সঙ্গে নতুন ছবির কাজ শুরু করে দেবেন।
সূত্রের তরফে জানানো হয়েছে ডিসেম্বর মাস এবং জানুয়ারির শুরুর দিকটা গোটাটাই অগস্ত্য একাধিক ওয়ার্কশপে অংশ নেবেন। এবং স্ক্রিপ্ট পড়ে সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলবেন। শ্রীরাম নতুন প্রজন্মের কোনও অভিনেতাকে খুঁজছিলেন যাঁকে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে যথাযথ ভাবে মানিয়ে যায়।
ফলে এখান থেকে স্পষ্ট দ্য আর্চিসের মতো সিরিজে কাজ করার পর অগস্ত্যকে সোজাসুজি একজন আর্মি সেনার বেশে দেখা যাবে। এই ছবির প্রযোজনা করবেন দীনেশ বিজন। শ্রীরাম রাঘবন এবং দীনেশ বিজন এর আগে বদলাপুর ছবিতে কাজ করেছেন ২০১৫ সালে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports