চর্চায় ‘মানিকবাবুর মেঘ’। প্রথমবার ছবি পরিচালনা করেই আলোড়ন ফেলে দিয়েছেন নবাগত পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। ফিল্ম সামলোচক থেকে দর্শক অনেকেই এমন ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পিঠ চাপড়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায়। চন্দন সেন অভিনীত এই ছবি দেখে নিজের অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সৃজিত। তাঁর উপলব্ধি, ‘আমি হেরে গেছিলাম, কিন্তু তোমরা জিতে গেছ’।
ঠিক কী লিখেছেন তিনি?
সৃজিত লিখেছেন, ‘যাঁরা ন বছর আগে নির্বাক দেখে হেসেছিলেন, টিটকিরি দিয়েছিলেন, তাঁরা আজ মানিকবাবুর মেঘ দেখে কাঁদছেন, হল ভরছেন। ভাল লাগছে। খুব ভাল লাগছে। এভাবেই জিতে যাক প্রতিবিম্বের নরম স্পর্শ, গাছের শ্বেতশুভ্র উত্তেজনা, সারমেয়ের সারাংশ, মৃতদেহের ঠান্ডা অভিমান। এভাবেই জিতে যাক মেঘের তীক্ষ্ণ বর্ষার মত চুম্বন, জলের ফোঁটায় বোনা ছায়ার আদর, ঝোড়ো সঙ্গমে তড়িৎস্পৃস্ট, মোক্ষম মোক্ষলাভ। অভিনন্দন, বৌদ্ধায়ন। আমি হেরে গেছিলাম, কিন্তু তোমরা জিতে গেছ।’