গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের পেছনে লুকিয়ে থাকা আসল কষ্ট, স্ট্রাগেলের দৃশ্য যিনি বারবার সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি হলেন পরিচালক মধুর ভান্ডারকর। কখনও ‘পেজ থ্রি’ সিনেমার মাধ্যমে দেখিয়েছেন সাংবাদিকের জীবনের ওঠারনামা, আবার কখনও ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে দেখিয়েছেন একজন মডেলের স্ট্রাগলের কষ্ট। এবার মধুর ভান্ডারকরের পরিচালনায় উঠে আসবে বলিউড তারকা স্ত্রীদের জীবনের গল্প।
বলিউডের গ্ল্যামার জগত এমনই অদ্ভুত একটি জগত, যে জগত সম্পর্কে জানার ইচ্ছা সব সময় মানুষের মধ্যে থাকে। ঠিক এই কারণেই করিনা কাপুর অভিনীত ‘হিরোইন’ সিনেমাটির মাধ্যমে মানুষ জেনেছিল গ্ল্যামার জগতের পেছনের অন্ধকারের কথা। এবার মধুর ভান্ডারকরের পরের লক্ষ্য বলিউড স্ত্রীদের জীবনের অজানা গল্প সকলের সামনে তুলে ধরা।
(আরও পড়ুন: ডায়াবিটিসের ওষুধে ওজন ঝরিয়েছেন করণ? গুজব রটতেই বললেন, ‘ভালো খাওয়া-দাওয়া করে সুস্থ থাকি’
তবে এটি প্রথম বার নয়, এর আগে করন জোহর পরিচালিত ‘ফ্যাবুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’-এর মাধ্যমেও তারকা স্ত্রীদের জীবনের কথা উঠে এসেছিল কিছুটা। তবে এবার ‘চাঁদনী বার’, ‘ট্রাফিক সিগনাল’ এবং ‘ইন্ডিয়া লকডাউন’-এর মতো সিনেমার পরিচালক মধুর ভান্ডারকরের পরিচালনায় দেখা যাবে বলিউড স্ত্রীদের গ্ল্যামারের জীবনের অদেখা দিকগুলি।
মধুর ভান্ডারকর পরিচালিত এই সিনেমাটির শুটিং শুরু হয়ে যাবে আগামী বছরের শুরুতে। সিনেমাটি ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং পিজে মোশন পিকচারস দ্বারা প্রযোজিত হবে। তবে এই সিনেমাটির কথা সামনে উঠে আসতেই আরও একবার মনে পড়ে যায় করন জোহর এবং মধুর ভান্ডারকরের মধ্যে চলতে থাকা মতবিরোধের কথা।
(আরও পড়ুন: বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অর্পিতা-আয়ুশ, কত দামে কে কিনলেন সলমনের বোনের বাড়ি?
২০২০ সালে ‘দ্য ফেবুলাস লাইভ্স অফ বলিউড ওয়াইভস’-এর শিরোনাম নিয়ে সমস্যা তৈরি হয়েছিল দুই পরিচালকের মধ্যে। করণ জোহরের বিরুদ্ধে মধুর ভান্ডারকর হেডলাইন চুরি করার জন্য মামলা করেছিলেন। পরবর্তী সময়ে করন জোহর মধুর ভান্ডারকরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন এবং নাম পরিবর্তন করে দেন সিরিজটির।