
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গতবছরই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের। তাঁরা এখনও নিয়মিত এক ছাদের তলায় থাকা না শুরু করলেও যখন সময় পান ছেলেকে নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেন। চলতি মাসেই ছেলে সহজকে নিয়ে একসঙ্গে পাহাড়ে বেড়াতেও গিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে মা হিসাবে প্রিয়াঙ্কা অবশ্য শুরু থেকেই ছেলেকে যতটা সম্ভব সময় দেন, একসঙ্গে ছুটিও কাটান।
সম্প্রতি ছেলেকে নিয়ে পুলের জলে সাঁতার কাটতে দেখা গেল প্রিয়াঙ্কা সরকারকে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে সময় কাটানোর সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়ো দেখেই বেশ বোঝা যাচ্ছে, ছেলেকে নিয়ে কোনও এক রিসর্ট কিংবা হোটেলের পুলের জলে সময় কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই সাঁতার কাটতে দেখা গেল মা ও ছেলেকে। ভিডিয়োর সঙ্গে জুড়ে বেশ কয়েকটি ছবির কোলাজও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে দিয়েছেন, ‘MakingMemories..’। তবে এদিন প্রিয়াঙ্কা এই পোস্টে রাহুলকে কোথাও দেখা গেল না। নেটিজেনদের অনেকেই তাই লিখেছেন 'রাহুল কোথায়?'
প্রসঙ্গত, গত ৫ জুলাই ঝর্ণার নিচে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা ও ছেলে সহজের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাহুল। সূত্রের খবর, ছেলেকে নিয়ে তাঁরা উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে রাহুলির সঙ্গে দীর্ঘ ঝামেলা মিটিয়ে নেওয়ার বিষয়ে প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে কী হবে, জানি না!’ তবে তিনি এবং রাহুল যে একই ফ্ল্যাটে থাকেন, সেই খবর ভুল, সেকথাও জানিয়েছিলেন। পরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে এবিষয়ে বলেন, ‘প্রিয়াঙ্কা ওর মা-বাবার সঙ্গে থাকে। আমার সঙ্গে আমার মা থাকে। সহজ স্কুল থেকে ফেরার পর আমার কাজ না থাকলে আমিও ওখানে চলে যাই। আবার প্রিয়াঙ্কা যে কটাদিন ছুটি পায় এই বাড়িতেই ল্যাদ খায়। আমরা একসঙ্গে প্রচুর খাওয়া-দাওয়া করি। এখন এভাবেই দিন কাটছে।’
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা সরকারকে সম্প্রতি বনি সেনগুপ্তের সঙ্গে 'রবিন্স কিচেন'-এ দেখা গিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই SVF-এর প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি প্রযোজনা ছবি শুভ মহরৎ-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports