বাংলা সিরিয়ালে আবির চট্টোপাধ্যায়। ভাবা যায়! যদিও একসময় ছোট পরদা দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’-র মতো ধারাবাহিকে তাঁর দেখা মিলেছে। তবে ২০০৯ সাল থেকে চুটিয়ে কাজ করছেন রুপোলি পরদায়। ক্রস কানেকশন দিয়ে হয়েছিল শুরুটা, তারপর হয়েছে ব্যোমকেশ থেকে ফেলুদা, সোনাদাও। বড় পরদার এই সফল কেরিয়ার ছেড়ে সিরিয়ালে আসার কারণ কী?
তবে সিরিয়ালের পরদায় রোজ দেখা যাবে না অবশ্য আবিরকে। ‘সান বাংলা’র সিরিয়াল ‘সাথী’-তে সামনেই মহাপর্ব। যা চলবে গোটা সপ্তাহ ধরে। আর তারই মধ্যে একটি বিশেষ দিনে আসবেন আবির। ওম ওরফে ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়র এবং বন্ধুর চরিত্রে এন্ট্রি নেবেন মেগায়। সিরিয়ালেও অবশ্য তিনি আবিরই। আরও পড়ুন: দোল মিটতেই ধাক্কা খেল ‘তু ঝুটি ম্যায় মক্কার’! রণবীরের ছবির দ্বিতীয় দিনের আয় কত?
‘সাথী’-তে কাজের প্রসঙ্গে আবির আনন্দবাজার অনলাইনকে জানান, ‘এই কাজটা আমার বেশ অন্য রকম লেগেছে কারণ প্রথমত এখানে আমায় দর্শক দেখবেন আবির চট্টোপাধ্যায় রূপে। স ঙ্গে হাসানদার (সিরিয়ালের প্রযোজক) সঙ্গে তো কাজ হতেই থাকে। আর এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে রয়েছেন আমার মা (রুমকি চট্টোপাধ্যায়)। ফলে বিষয়টা খানিকটা পারিবারিক। সাধারণত আমাদের এখানে কোনও কিছুর প্রচারের জন্য সিরিয়ালের সঙ্গে একটা চুক্তি করা হয়। কিন্তু মুম্বইয়ের সিরিয়ালে অনেক সময়ই বড় পর্দার অভিনেতাদের একদিনের জন্য অতিথি শিল্পী হিসেবে নিয়ে আসা হয়। এক্ষেত্রেও অনেকটা তাই হয়েছে। আর যেহেতু আমার অভিনয়ের শুরুটা সিরিয়াল দিয়ে, তাই ছোট্ট পর্দার কাছে সব সময়ই কৃতজ্ঞ থাকব।’ আরও পড়ুন: চমক টিআরপিতে, টপার অনুরাগের ছোঁয়া, এবারও কি নিম ফুলের মধু টপকে গেল জগদ্ধাত্রীকে!
সিরিয়ালে দেখানো হচ্ছে নায়িকা বৃষ্টির স্মৃতি লোপ পেয়েছে। যেই চরিত্রে অভিনয় করেছেন অনুমিতা দত্ত। আর নায়িকার স্মৃতি ফিরিয়ে আনতে নায়ককে সাহায্য করবেন আবির। সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার কিন্তু।
অনুমিতা তো খুব খুশি এমন সুযোগ মেলায়। জানালেন ব্যাপারটা তাঁর কাছে অনেকটা ফ্যান গার্ল মোমেন্ট। তাই যেমন খুশি, তেমনই উত্তেজিত। প্রোমোর শ্যুট হলেও, আসল শ্যুট বাকি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )