সুপারস্টার সিঙ্গারের এপিসোডে একেবারে মারামারি কাটাকাটি ঝগড়া। বিয়ে বাড়িতে গাওয়া নিয়ে অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন নেহা কক্কর। সেদিনের এপিসোডে অভিজিতের সঙ্গে অতিথি বিচারক হিসেবে এসেছিলেন গায়িকা অনুরাধা পারওয়ালও। তিনি কার্যত চুপ করে যান এমন ঝামেলায়।
দেখা যায়, মাস্টার আরিয়ানের পারফরমেন্স মুগ্ধ করে সকলকে। আর পারফরমেন্সের শেষে ছোট ছেলেটি ও তার পরিবার জানায়, কীভাবে কিছু লোক মনে করত কোনও রিয়েলিটি শো-তে গাওয়ার ‘অকাত নেই’ তার। টাকার জন্য বিয়ে বাড়িতেও গান গেয়েছে, আরিয়ান। এরপরেই দেখা যায়, অভিজিৎ ও নেহা জড়িয়ে পড়েন বিতর্কে। বর্ষীয়ান গায়কের দাবি, ‘বিয়ে বাড়িতে গাইলে অকাত (হিন্দিতে শব্দটি ক্ষমতা বোঝাতে) নষ্ট হয়’। আর এতেই বেশ আঁতে ঘা লাগে নেহার। সরাসরি প্রতিবাদ করেন তিনি।
আরও পড়ুন: গিটার বাজিয়ে নিজেই গান শেখাচ্ছেন রূপঙ্কর বাগচি! কত খরচ সেখানে, কতদিন হয় ক্লাস
বিয়ে বাড়িতে গান গাওয়া নিয়ে নেহা ভার্সেস অভিজিৎ:
দেখা যায় একসময় কেউ-কারও কথা শুনতে চাইছেন না। অভিজিৎ বলে চলেছেন, ‘এক কোটি টাকা দিয়ে বিয়ে বাড়িতে গাওয়া কোনও বড় ব্যাপার নয়। এক কোটি টাকার অফার ফেরানো হল গায়কের আসল অকাত।’
নেহাও একই সময় বলতে থাকেন, ‘আমি শুধু এই ছোট বাচ্চাটাকে বোঝাতে চাই, কোনও কাজ ছোট নয়। আমার ভক্তদের গর্ব হয়, ওদের বিয়েতে আমি গাইলে। আমি এর মধ্যে কোনও খারাপ দেখি না’!
দেখুন সেই ঝামেলা-
গোটা ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়া:
তবে নেটপাড়া কিন্তু এবারে গেল নেহা কক্করের দিকেই। একজন মন্তব্য করলেন, ‘কারও অকাত নিয়ে প্রশ্ন করা মানে তাঁকে ছোট করা। বিয়ে বাড়িতে গাইলেই ছোট হতে হবে, এমন কোনও কিছু নেই।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই লোকটা আতিফ ইসলামকে নিয়েওকিছু বছর আগে বাজে কথা বলেছিল। পুরো পাগল।’ তৃতীয়জন লিখলেন, ‘আমার মনে হয় অভিজিতের লোক সমাজে মুখ খোলাই উচিত নয়।’
আরও পড়ুন: বলিউডি ফিল্মি বাড়ির ছেলে, একাধিক পরকীয়ায় নাম জড়ায়, কথা বন্ধ করত বউ, বলুন তো কে