আইপিএলে মহম্মদ শামির টানা খারাপ পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। এবারে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একদমই চেনা ছন্দে নেই তিনি। দলের আইপিএল ২০২৫ থেকে বিদায়ও প্রায় নিশ্চিত। যে কটা ম্যাচে তিনি খেলেছেন, বল হাতে নিজের সেরা পারফরমেন্সের ধারে কাছে নেই। নিজের বোলিং তিনি নিজে দেখলেও দুঃখ পাবেন হয়ত।
খুব কম ম্যাচেই এবারের আইপিএলে নিজের পুরো চার ওভার বোলিং করেছেন শামি। ৯ ম্যাচে তিনি খেললেও, উইকেট নিয়েছেন তিনি মাত্র ৬টি। দলের সেরা বোলারের এমন পারফরমেন্স হলে যা হওয়ার তাই হয়েছে, দল ভুগছে। এবারে তাঁর ইকোনমি রেটও অত্যন্ত খারাপ ১১.২৩। সানরাইজার্সের হয়ে পাওয়ারপ্লে হোক বা শেষের ওভারগুলোতেও শামির দাঁতনখহীন বোলিং চিন্তা বাড়িয়েছে।
শামির চার ওভারে এক ম্যাচে আসে ৭৫ রান
এবারের আইপিএলেই শুরুর দিকে মহম্মদ শামির চার ওভারে পঞ্জাব কিংসের বোলাররা ৭৫ রান তুলেছিল। এমন খারাপ পারফরমেন্সের মধ্যেই শামিকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন দুই ক্রিকেটার আকাশ চোপড়া এবং ড্যানি মরিসন। ইংল্যান্ডে আগামী মাসের টেস্ট সিরিজে তাঁদের নিয়ে যাওয়া হলেও তাতে আদৌ কতটা লাভ হবে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
শামিকে নিয়ে আশঙ্কায় মরিসন
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মরিসন বলছেন, ‘এতটা অত বড় অস্ত্রোপচারের পর মানসিকভাবে ক্রিকেটাররা একটু নিচের দিকেই থাকেন। এরপর ক্রিকেটারদের কামব্যাক করতে হয় এবং নিজের মনের জোর বাড়াতে হয়। আমি একটা কথাই ভাবছি, যে ও কিন্তু এখন আর ২৯ বছর বয়সী ক্রিকেটার নয়। ফলে এই বিষয়গুলো কিন্তু ওর বিরুদ্ধে যাচ্ছে, সেটা বুঝতে হবে ’।
২০২৪ IPL খেলেননি শামি
গোড়ালিতে চোটের জন্য ২০২৪ আইপিএলে খেলেননি শামি, তার আগেরবার অর্থাৎ ২০২৩ সালে মহম্মদ শামি আইপিএলে ২৮ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জিতেছিলেন। কিন্তু এবারের আইপিএলে পুরো অন্যরকম অবস্থায় দেখা যাচ্ছে শামিকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সানরাইজার্সের শেষ ম্যাচে শামি একটাও উইকেট নিতে তো পারেনই নি, উল্টে তিন ওভারে ৪৮ রানও দিয়ে ফেলেছেন।
শামির পারফরমেন্সে হতাশ আকাশ
এরপর আরেক প্রাক্তনী আকাশ চোপড়াও প্রশ্ন তুলে বলেন, ‘এখানে বড় প্রশ্নটা হচ্ছে, শামি কিন্তু চোট কাটিয়ে গত সপ্তাহে বা এক মাস আগে ফেরেনি। ও কিন্তু গতবছরের শেষ থেকেই বোলিং করা শুরু করেছে ঘরোয়া ক্রিকেটে আর এখন মে মাস চলছে। এর মধ্যে একটা আইসিসি ইভেন্টও খেলে ফেলেছে। এতগুলো ম্যাচ খেলার পরেও যদি ও এখনও ছন্দ না ফিরে পায় পুরনো চোটের জন্য, তাহলে কিন্তু অবশ্যই সন্দেহের একটা বিষয় রয়েই যাচ্ছে যে এরপর কি হবে ’।
ইংল্যান্ড সফরে শামির যাওয়া নিয়ে প্রশ্ন আকাশের
আকাশ আরও বলছেন, ‘এরপর ইংল্যান্ড সফর আসছে। আমরা বর্ডার গাভাসকর ট্রফির সময় বলছিলাম, যে বুমরাহ একা পড়ে যাচ্ছে, শামি থাকলে ভালো হত। ভাবছিলাম শামি থাকলে ভারতের পারফরমেন্স অন্যরকম হত। কিন্তু এই রকম শামি যদি ইংল্যান্ডে যায় তাহলে কি খুব একটা লাভের লাভ হবে? ’। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় পেসার কিন্তু একাই পাঁচ উইকেট নিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।