‘সিতারে জমিন পর’ মুক্তি পাওয়ার সময়েই আমির খান ঘোষণা করেছিলেন যে এই ছবিটি কোনও ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে না। তবে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি না পেলেও ছবিটি যে ইউটিউবে মুক্তি পাবে, সে কথাও তিনি জানিয়েছিলেন। ১ অগস্ট থেকে ইউটিউবে মাত্র ১০০ টাকার বিনিময়ে এই ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে।
তবে ইউটিউবে সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই এমন কী হল, যার ফলে আমির খানের প্রোডাকশন হাউসের তরফ থেকে ক্ষমা চাইতে হল দর্শকদের কাছে? কোন গাফিলতির কারণে এই ক্ষমা চাওয়া? ১ অগষ্ট ছবিটি ইউটিউবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই একটি পোস্ট করে সকলের থেকে ক্ষমা চাইল আমির খান প্রোডাকশন হাউজ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
আমির খান প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, আমরা ক্ষমাপ্রার্থী। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে আমাদের ছবি ‘সিতারে জামিন পর’ অ্যাপেল আইফোন ব্যবহারকারীদের দেখতে হচ্ছে ১৭৯ টাকার বিনিময়ে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করার চেষ্টা করছি আমরা।
এই পোষ্টের মাধ্যমেই বোঝা যায়, অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারীরা ছবিটি ১০০ টাকার বিনিময় দেখতে পেলেও যারা iphone ব্যবহার করেন তাঁদের দিতে হচ্ছে বেশি অর্থ। এই সমস্যার কারণেই সবার থেকে ক্ষমা চান আমির খানের প্রডাকশন হাউজ। কিন্তু এই সমস্যা কি সমাধান করা সম্ভব?
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
সম্ভবত নয়, কারণ আইফোন যারা ব্যবহার করেন তাদের প্রত্যেককে অ্যাপ পিছু অতিরিক্ত টাকা প্রদান করতে হয় তাই এই সমস্যা প্রোডাকশন হাউজের তরফ থেকেই সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন না নেটিজেনেরা। সেক্ষেত্রে অ্যাপেল ব্যবহারকারীরা অন্য উপায়ে বা অন্য ফোন ব্যবহার করে এই ছবিটি দেখার ব্যবস্থা করতে পারেন।